June 2, 2023

রংপুরের মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে অগ্নিকান্ড

Read Time:1 Minute, 31 Second

রংপুর বিভাগীয় কমিশনারের পুরাতন ভবনের রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

১৬ মে বেলা সাড়ে ১২টার দিকে শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পুলিশ ফরিদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে মিটার বক্সে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় ফলস সিলিংয়ে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এরপরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। মোট তিনটি ইউনিট কাজ করে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তারপরও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করে জানানো যাবে।

এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা হয়েছে। তবে মিটার বক্স ও বৈদ্যুতিক তারের ক্ষতি হয়েছে। এ ঘটনায় দাপ্তরিক কোনো কাগজপত্র পুড়ে যায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কাউন্সিলর শিপলু বহিষ্কার Previous post কাউন্সিলর শিপলু বহিষ্কার
বিএসএফ'র গুলিতে বাংলাদশী যুবক নিহত Next post বিএসএফ’র গুলিতে বাংলাদশী যুবক নিহত