রংপুর মেট্রোপলিটনের ৬টি থানায় নতুন ওসি
সারা দেশের মত রংপুর মেট্রোপলিটন পুলিশেও (আরপিএমপি) রদবদল শুরু হয়েছে। এর ধারাবাহিতায় আরপিএমপির ৬ টি থানায় নতুন ৬ জন কর্মকর্তাকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে আরপিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আরপিএমপি কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এক আদেশে নতুন ৬ জনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ৬ টি থানার ওসির দায়িত্বে থাকা ৬ জনকে পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তিতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নতুন অফিসার ইনচার্জরা (ওসি) হলেন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মোঃ আতাউর রহমান, হাজিরহাট থানায় আব্দুল আল মামুন শাহ, হারাগাছ থানায় মোঃ মমিনুল ইসলাম সোহেল, মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় মোঃ শাহ আলম সরদার, পরশুরাম থানায় শাহজাহান আলী।
ওসি হিসেবে পদায়নকৃত ৬ জনেই রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়।
গত ১৩ আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে তার স্থলে ৮ সেপ্টেম্বর আরপিএমপির নতুন কমিশনার হিসেবে যোগ দেন মোঃ মজিদ আলী।
নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মোঃ মজিদ আলী বলেন, ফেসবুক পুলিশিং, ধানকাটা পুলিশিং, মানবিক পুলিশিং, লোক দেখানো পুলিশিং, শোঅফ করা পুলিশিং আমি করবো না, কথা দিলাম। পুলিশের যা প্রকৃত কাজ তা করতে চাই। মানুষ যাতে স্বস্তিতে ঘুমোতে পারে রাস্তায় চলাচল করতে পারে- এসব নিশ্চিত করা আমাদের কাজ।
আরোও খবর পড়ুন
ঘন কুয়াশা ও ঠান্ডায় নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত
ঘন কুয়াশা আর কনকনে শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে নীলফামারীতে। সারাদিন সূর্যের মুখ দেখা না যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে...
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস!
পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের মাত্রা। বছরের শুরুর দিনেই কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমালয় অঞ্চলের...
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলনকে গ্রেপ্তার
রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে...
ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার
নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ...
সাদুল্লাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহিল কবীর ফারুককে...
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে...