September 13, 2024
আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর গুলি ছোড়ার ঘটনাটি ন্যাক্কারজনক- রংপুরে তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর গুলি ছোড়ার ঘটনাটি ন্যাক্কারজনক- রংপুরে তথ্যমন্ত্রী

Read Time:3 Minute, 23 Second

আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি ছোড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, কুমিল্লায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি ছোড়ার ঘটনাটি দুঃখজনক, ন্যাক্কার জনক ও নিন্দনীয়।

যেখানে আমাদের নেতাকর্মীরা একটি তরমুজ ছুড়ে মেরেছে, তার প্রতি উত্তরে তিনি গুলি ছুড়ে মেরেছেন। আমাদের দলের দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েজন আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেদোয়ান আহমেদের পক্ষে সাফাই গেয়েছেন। মির্জা ফখরুল কিংবা বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতার নির্দেশে রেদোয়ান আহমেদ গুলি ছুড়েছেন কি না তা খতিয়ে দেখা দরকার।

তিনি মঙ্গলবার ( ১০ মে ) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ইসরায়েলে শিশুরা ইসরাইলি বাহিনীর দিকে ঢিল ছুড়লে তারা প্রতি উত্তরে গুলি ছোড়ে। এ ঘটনায় আমাদের নেতাকর্মীরা একটি ঢিলও ছুড়ে নাই তার প্রতি উত্তরে তিনি গুলি ছুড়েছেন। এ ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। আর যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, টিআইবি ইদানিং কথায় কথায় বিবৃত্তি দেয়। সম্প্রতি মধ্য রাতে রেলের টিটিকে নিয়ে যে ঘটনা ঘটেছে সকালে পিআইবি সেটির খোঁজ না নিয়েই বিবৃত্তি দিয়েছে। কোন ঘটনা ঘটার আগেই যেমন বিএনপি’র রুহুল কবির রিজভী বিবৃত্তি দেন, তেমনটি করছে বর্তমান টিআইবি। তাই রুহুল কবির রিজভী ও টিআইবি’র মধ্যে পার্থক্য দেখছি না।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফি, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যরা।

আরসিএন ২৪ বিডি / ১১০৫২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রংপুর ইপিজেড বাস্তবায়ন সভা বয়কট করে সাঁওতালদের বিক্ষোভ Previous post রংপুর ইপিজেড বাস্তবায়ন সভা বয়কট করে সাঁওতালদের বিক্ষোভ
রংপুরে ভোক্তার অভিযান অব্যাহত Next post রংপুরে ভোক্তার অভিযান অব্যাহত