December 8, 2023
বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

Read Time:2 Minute, 50 Second

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল বুধবার (২৪ মে) বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে মহানগরীর গোমস্তাপাড়া এলাকায় মিনা কসমেটিকস এন্ড হারবাল ইন্ডাঃ নামীয় প্রতিষ্ঠানটি পরিদর্শন করে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি অবৈধভাবে কসমেটিকস পণ্য উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্য ১ টি অভিযান অনলাইনে অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত হয়, রংপুরের গঙ্গাচড়া থানার অন্তর্ভুক্ত নিলকচণ্ডী গ্রামে। উক্ত অভিযানে রতন দই ঘর নামীয় দই প্রস্তুতকারী প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, প্রাপ্ত দই এর ওজন সঠিক পাওয়া যায়, কিন্তু সিএম লাইসেন্স এর মেয়াদ না থাকায় তিন দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া করতে পরামর্শ প্রদান করা হয়েছে।

এছাড়া রংপুর মহানগরীর খটখটিয়া এলাকায় জয় ব্রিকস ম্যানুফ্যাকচার ইট ভাটার আগামী কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়, একই এলাকার আরজি ফুড নামীয় প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের উপপরিচালক (মেট্রোলোজি) ও অফিস প্রধান মোঃ মফিজউদ্দিন আহমাদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিচালক (সিএম) মো. জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান ও পরিদর্শক(মেট্রোলোজি) মো. হাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষকসেমিনার ও প্রদর্শনী Previous post স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষকসেমিনার ও প্রদর্শনী
ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ Next post ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ