
এবার বেরোবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রার্থীকে না জানিয়েই ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবেদা আক্তার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আলমগীর চৌধুরী বরাববর অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী জানান, আমি মোছাঃ জোবেদা আক্তার, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলাম। আমি ২০১৭ সালে স্নাতক (সম্মান) এ জিপিএ ৩.৬২ (৪ স্কেলে) এবং ২০১৮ সালে স্নাতকোত্তর এ জিপিএ ৩.৫৫ (৪ স্কেলে) পেয়ে উত্তীর্ণ হয়েছি। বেরোবি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ সম্মান প্রধানমন্ত্রীর স্বর্ণপদকও পেয়েছি।
গত ২০২২ সালের ১৯ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষক ও অন্যান্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তিতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি পদের জন্য আবেদন চাওয়া হয়। আমি উক্ত পদের জন্য ১ জন যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করি। কিন্তু চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর উক্ত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারিত হয় যা পরে আবার স্থগিত করা হয়। উক্ত পদের জন্য পুনরায় গত ২১ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। উক্ত তারিখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু আমি ১ জন যোগ্য প্রার্থী হয়েও বিগত ০৯-০৯-২০২৩ ও ২১-০১-২০২৩ তারিখে নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো চিঠি বা মোবাইল ম্যাসেজ পাইনি। পরবর্তীতে আমি জানতে পারি অন্যান্য প্রার্থীদের চিঠি এবং ম্যাসেজের মাধ্যমে তারিখ জানানো হয়েছে।
তিনি আরও জানান, আমার নাগরিক অধিকার হরণ করা হয়েছে এখানে। উক্ত বিষয়গুলো আমার কাছে পূর্বপরিকল্পিত ও সাজানো মনে হয়েছে। আমি আরও জানতে পারি একটি পদের বিপরীতে একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই আমার থেকে কম যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি। আমি এই প্রক্রিয়ার মাধ্যমে একই সাথে ২ বার ক্ষতিগ্রস্ত হলাম। প্রথমত, আমাকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া; দ্বিতীয়ত, ১টি পদের বিপরীতে একাধিক নিয়োগ দেওয়ায় ভবিষ্যতের সম্ভবনা থেকেও আমাকে বঞ্চিত করা হয়েছে।
এই বিষয়ে বেরোবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী জানান, অভিযোগের ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে জানতে চাইলে জানান, এখন ব্যস্ত আছি পরে কথা বলব।

আরোও খবর পড়ুন
রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোঃ লুৎফর রহমান নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার...
রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৯ জন আহত
রংপুর সদরে যাত্রীবাহী একটি বাসের সাথে আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রাক চালকসহ মোট ৯ জন...
নির্বাচনে বিএনপি আসলে প্রতিদ্বন্দ্বিতা হতো – বাণিজ্যমন্ত্রী
প্রধান প্রতিদ্বন্দ্বি বিএনপি নির্বাচনে না আসার জন্য কিছুটা ভোটার কম হওয়া আশংকা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দ্বাদশ জাতীয়...
রাঙ্গা পন্থী নেতাদের সরিয়ে জাপার আহ্বায়ক কমিটি গঠন
রাঙ্গা পন্থী নেতাদের সরিয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে হুসেইন মকবুল শাহরিয়ার...
কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে
রংপুর জেলার কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা নারী মারা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
পীরগঞ্জে গৃহবধূ ধর্ষণের অভিযোগ একজন গ্রেফতার
রংপুর জেলার পীরগঞ্জে ১ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় ১ জনকে আটক করে আদালতের মাধ্যমে...