September 23, 2023
বেরোবির ক্যাফেটেরিয়ার এবার খাবারে পোকা

নেতার হুমকিতে বন্ধ হল বেরোবির ক্যাফেটেরিয়া

Read Time:4 Minute, 54 Second

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মোঃ ফজলে রাব্বি নামের একজন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে ক্যাফেটেরিয়া বন্ধ করে দিয়েছেন স্বত্বাধিকারী মোঃ মুরাদ মাহমুদ।

আজ বুধবার (৩০ আগস্ট) ক্যাফেটেরিয়ার ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক, ট্রেজারার এবং উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দেন তিনি।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ জানান, সম্প্রতি কিছু ঘটনা ক্যাফেটেরিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যুক্তিগত কোনো কারণ ছাড়াই প্লেট ছুড়ে ফেলা, টোকেন ছাড়া খাবার নেওয়ার চেষ্টা, স্টাফদের সাথে দুর্ব্যবহারের মতো ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার ২৯ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফজলে রাব্বি বেশ কয়েকজন সহযোগীসহ ক্যাফেটেরিয়ার কিচেনে জোরপূর্বক প্রবেশ করে ডিপ ফ্রিজে সংগৃহীত খাবারের ছবি এবং ভিডিও ধারণ করেন। এই সময় কিচেনে নিয়োজিত স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন। এই সময় তিনি (মুরাদ মাহমুদ) কথা বলতে গেলে তার সাথেও খারাপ আচরণ করেন এবং তাকে থাপড়ানোর হুমকি দেন। এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে তিনি এবং ক্যাফেটেরিয়ার স্টাফরা ভীতসন্ত্রস্ত। যার ফলে আজ বুধবার হতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধ করা হয়েছে।

এছাড়া অভিযোগপত্রে তিনি ক্যাফেটেরিয়া পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ক্যাফেটেরিয়া কবে খোলা হবে এই বিষয়ে জানতে চাইলে মোঃ মুরাদ মাহমুদ বলেন, আমাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে। এর প্রতিকার হলে ক্যাফেটেরিয়া খোলা হবে।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে-রাব্বি জানান, কয়েকজন শিক্ষার্থী আমাকে জানায় ক্যাফেটেরিয়ায় বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। আমি শিক্ষার্থী হিসেবে বিষয়টি জানতে চাইলে তারা আমার পরিচয় জানতে চায়। এই সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এই সময় ট্রেতে অনেকগুলো বাসি সিঙাড়া দেখেছি। ফ্রিজেও বাসি খাবার ছিল।

তিনি আরও জানান, তারা বাসি খাবার পরিবেশন করছে, আমরা এটা ধরেছি। এটাই আমাদের অপরাধ।

এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ কর্মী মোঃ মুন্না হাসান লিয়ন ক্যাফেটেরিয়া পরিচালক বরাবর ১টি অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন যে, গত কয়েক দিন ধরে ক্যাফেটেরিয়ায় পচা এবং নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে। এ সময় তিনি নিয়মিত খাবার তদারকি এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাফেটেরিয়ার পরিচালক মোঃ উমর ফারুক জানান, ক্যাফেটেরিয়া সম্পর্কে অভিযোগ পেয়েছি। আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এদিকে, ক্যাম্পাসের একমাত্র খাবারের জায়গা ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা, কর্মকর্তাসহ হাজার হাজার শিক্ষার্থী। ক্যাফেটেরিয়ায় খাবার না পেয়ে ছুটে যেতে হচ্ছে ক্যাম্পাসের বাইরের বিভিন্ন রেস্তোরাঁতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে মহানগরীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Previous post পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু
দেশের ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে Next post দেশের ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে