September 25, 2023
রংপুরের বাজারে দাম বেড়েছে পেঁয়াজ-ডিম-সবজি-মুরগির

রংপুরের বাজারে দাম বেড়েছে পেঁয়াজ-ডিম-সবজি-মুরগির

Read Time:3 Minute, 39 Second

রংপুরের বাজারে দাম বেড়েছে পেঁয়াজ, ডিম, সবজি ও মুরগির। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

আজ শুক্রবার (১৩ মে) সকালে নগরীর সিটি বাজার, সাতমাথা বাজার, কামাল কাছনা বাজার, সিও বাজার ছাড়াও শাপলা, টার্মিনাল কাচা বাজার এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, করলা ৭০ টাকা, গাজর ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মুলা ৩০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, মটরশুঁটি ১০০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৩০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে আলু। আলু প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫ টাকা। কেজিতে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আর একটু ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে।

এসব বাজারে চায়না রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০টাকা। দেশি রসুন ৫০ টাকা। দেশি আদা ৮০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এসব বাজারে বেড়েছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকা। হাঁসের ডিমের ডজন ১৫০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ডিম বিক্রেতা জাকির হোসেন বলেন, গত তিন দিনের বৃষ্টির কারণে ডিমের দাম বেড়েছে। ঈদের পরে বাজারে ডিমের চাহিদা বেড়েছে। ডিমের চাহিদার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। বাজারে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়।

এসব বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায়।

সিও বাজারের মুরগি বিক্রেতা কোরবান আলী লিটন বলেন, মুরগির খাবারের দাম বাড়ায় খামারিরা দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার আরেকটি কারণ হচ্ছে গত তিন-চার দিনের বৃষ্টি। এছাড়া রয়েছে সিন্ডিকেটের প্রভাব।

আরসিএন ২৪ বিডি / ১৩ মে ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হজ করার নিয়ম Previous post হজ করার নিয়ম
কুড়িগ্রামে পাওনা ২০০ টাকা চাওয়ায় ছুড়ে মারল গরম তেল Next post কুড়িগ্রামে পাওনা ২০০ টাকা চাওয়ায় ছুড়ে মারল গরম তেল