December 13, 2024
রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসএসসির ভাল ফলাফলে করেছে

রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসএসসির ভাল ফলাফলে করেছে

Read Time:4 Minute, 3 Second

এসএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। আজ শুক্রবার (২৮ জুলাই) ছুটির দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব করতে দেখা যায়নি শিক্ষার্থীদের। অনলাইনে অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমেই ঘরে বসে ফল পেয়ে গেছেন শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতি বছরের মত এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে রংপুর ক্যাডেট কলেজ ঈর্শ্বনীয় সাফল্য করেছে। এই প্রতিষ্ঠানের মোট ৪৮ জন পরীক্ষা দিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

রংপুর জিলা স্কুলে মোট ২৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে মোট ২৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে মোট ১৮১ জন। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ২৬৩ জন পরীক্ষা দিয়ে তার মধ্যে ২৬০ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১৭৩ জন। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে ৫১০ জন পরীক্ষা দিয়ে ৫০৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৮৫ জন।

ইংরেজী মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে মোট ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে মোট ৪৫৭ জন পরীক্ষা দিয়ে মোট ৪৫৬ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে মোট ২৭৪ জন।

ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা হতে ৮৩ জন পরীক্ষায় দিয়ে সকলেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৫১ জন।

এদিকে দিনাজপুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

চলতি বছরে দিনাজপুর বোর্ডে পাস করেছে ৭৬.৮৭ শতাংশ শিক্ষার্থী। যা আগের বছর ৮১.১৬ শতাংশ ছিল। চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১৭,৪১০ জন। গত বছর পেয়েছিল ২৫,০৫৮। এবছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট দুই লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করে ১লক্ষ ৫৩ হাজার ৩৪৯ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

দিনাজপুর বোর্ডের তথ্য অনুযায়ী, ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছরে ৮০.২২ ভাগ ছাত্রী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৮,৮৮২ জন। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৭৩.৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ৮,৫২৮ জন। দিনাজপুর বোর্ডে এবছর শতভাগ পাসকরা বিদ্যালয়ের সংখ্যা মোট ৮০টি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ক্ষমতায় এলেও ইসলাম প্রচারে কেউ কোন পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী Previous post প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে রংপুর নগরীতে পরিষ্কারপরিচ্ছন্নতার কাজ চলছে
১২ বছরে রংপুরে যোগাযোগ নেটওয়ার্ক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে Next post ১২ বছরে রংপুরে যোগাযোগ নেটওয়ার্ক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে