October 14, 2024
আমদানীর খবরে দিনাজপুরে আলুর দাম কমেছে কেজিতে ১০ টাকা

রংপুরে আলুর বাজারে স্বস্তির বাতাস বইছে

Read Time:2 Minute, 26 Second

হঠাৎ করেই আলুর দাম ৫০ হতে ৫৫ টাকা ওঠায় জনগণের নাভিশ্বাস সৃষ্টি হয়েছিল। অস্থিতিশীল আলুর বাজার নিয়ন্ত্রনে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আলুর কেজিপ্রতি হিমাগার পর্যায়ে মূল্য ২৬-২৭ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয়া হয়।

তৎপরবর্তী ভোক্তা অধিকার, জেলা প্রশাসন, এনএসআই সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যক্রম এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সহনশীল মনোভাবের জন্য রংপুরের আলুর বাজারে কিছুটা হলেও স্বস্তির বাতাস বইছে। আজ রংপুরের বাজারসমূহে খুচরা পর্যায়ে আলু প্রকারভেদে দাম ধরা হচ্ছে ৩৩-৪২ টাকা করে যা গত সপ্তাহের তুলনায় ১০-১২ টাকা কম।

রংপুর সিটি বাজারের আলু ব্যবসায়ী মোঃ আব্দুল ওয়াহাব বলেন, পাইকারীতে আলুর দাম বেড়ে যাওয়ায় আমরাও বাধ্য হয়ে বেশি দামে আলু বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। প্রশাসনের নজরদারীতে এখন পাইকারী বাজারে আলুর দাম কমেছে। তাই আমরাও এখন আগের চেয়ে কম দামে বিক্রি করতে পারছি।

রংপুর সিটি বাজারে বাজার করতে আসা মোঃ শহিদুল হকের সাথে কথা হলে তিনি জানান, আলুর দাম আগের তুলনায় কমেছে। প্রশাসনের এই নজরদারী অব্যাহত থাকলে আলুর দাম আরও কমবে আশা করা যায়।

রংপুর সিটি কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবু বলেন, কিছুদিন আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এসেছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে তার সাথে আমাদের মিটিং হয়েছে। এরপর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মালিক এবং ব্যবসায়ী নেতা যারা রয়েছেন সবাই মিলে আমরা সরকারের নিধারিত দামে আলু বিক্রি শুরু করেছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল Previous post রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল
আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবিতে তদন্ত কমিটি গঠন Next post এবার বেরোবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে