September 8, 2024
রংপুরে পুকুর থেকে লকার এবং কাগজের বান্ডিল উদ্ধার

রংপুরে তফসিল ঘোষণা কেন্দ্র করে পুলিশের সতর্ক মহড়া

Read Time:2 Minute, 52 Second

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও বিএনপির অবরোধকে কেন্দ্র করে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রংপুর মহানগরীতে বিশেষ মহড়া প্রদর্শন করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মহড়ার অংশ হিসেবে তল্লাশি ও পেট্রোল পাম্পে বিশেষ অভিযান চালানো হয়।

আজ বুধবার নগরীর শাপলা চত্বর থেকে এই বিশেষ মহড়া শুরু করা হয় । মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেনের নেতৃত্বে ২৫টি গাড়ি, সাজোয়া ট্যাংক, রায়ট কার সাইরেন বাজিয়ে নগরীর প্রধান সড়কের মোট ১৬ কিলোমিটার এলাকা জুড়ে মহড়া দেয়। দেড় শতাধিক পুলিশ এই মহড়ায় অংশ গ্রহণ করেন।

মহড়ার আগে শাপলা চত্বরে প্রেস ব্রিফিংয়ে উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি এবং সংবাদ মাধ্যমে তাদের ব্রিফিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন কর্মসূচির কথা বলছে। তাদের যে চলমান কর্মসূচি আছে সেগুলো নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এই মহড়ার মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই তা হলো রংপুর মহানগরীতে কেউ যেন কোন ধরনের নাশকতা না করতে পারে।

উপ পুলিশ কমিশনার আরও বলেন, আমরা গত ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর সকাল পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় মোট ৬৫ জনকে গ্রেফতার করেছি। আমরা নানাভাবে তথ্য পেয়ে তাদের গ্রেফতার করেছি। এর মধ্যে মোট ৮ টি মামলা হয়েছে। ৯ টি পেট্রোল বোমাসহ সব মামলার আলামত আমরা কোর্টে সোপর্দ করেছি। তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মহড়া চলাকালে বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালায় পুলিশ। পাশাপাশি মোটরসাইকেল, অটোসহ বিভিন্ন যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। পোশাকি ছাড়াও বিপুল পরিমাণ সাদা পোশাকের আইশৃঙ্খলা রক্ষকারী বাহিনী পুরো নগরীর প্রতিটি গুরুত্বপুর্ণ জায়গায় সতর্ক পাহারা বসিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সুন্দরগঞ্জের যুবলীগ নেতা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার Previous post সুন্দরগঞ্জের যুবলীগ নেতা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
দিনাজপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত Next post দিনাজপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত