October 8, 2024
রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়াল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রংপুরে পুকুর থেকে লকার এবং কাগজের বান্ডিল উদ্ধার

Read Time:3 Minute, 3 Second

রংপুর মহানগরীতে একটি পুকুরে তল্লাশি চালিয়ে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে নগরীর কলেজপাড়ায় একটি ছাত্রাবাসের পেছনের পুকুরে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায় যে, বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে বাবুখা এলাকায় নজরুল পাঠাগারের পাশে একটি পরিত্যক্ত লাল রং এর ব্রিফকেস পায় আতিকুর রহমান নামের এক নৈশ্যপ্রহরী। সেটি বাড়িতে নিয়ে খুলে তিনি ভেতরে একটি লকার দেখতে পায়।

পরে পাঠাগারের সভাপতি রশিদুস সুলতান বাবলু ও তার বন্ধু মিলনের কাছে লকারটি দেয়, যাতে লকারটি পুলিশকে দেয়া হয়। কিন্তু তারা সেটি পুলিশকে না দিয়ে নিজেরাই ভেঙে ফেলে। ঘটনা ধামাচাপা দিতে লকারটি পুকুরে ফেলে দেয়া হয়।

এদিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করা হয় বাবলু ও আতিককে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয় লকারটি।

স্থানীয়দের দাবি, লকারে থাকা কাগজটিতে ৭৩,০০০ ইউএস ডলার থাকার কথা লেখা ছিল। তবে তাৎক্ষণিকভাবে পুকুর থেকে কোন ডলার উদ্ধার হয়নি।

নজরুল পাঠাগারের সভাপতি রশিদুস সুলতান বাবলুর দাবি, ওই লকারে একটি কাগজ ছিল ও কালো কাগজের ১৮টি বান্ডিল ছিল। আমার বন্ধু মিলনের পরামর্শে পুলিশি ঝামেলা এড়াতে লকারটি আমরা পুকুরে ফেলে দেই।

অভিযানের সময় ঘটনাস্থানে থাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই খালেদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় পুকুর থেকে একটি লকার ও কালো কাগজের বান্ডিল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ আলম বলেন, অভিযানে পুকুর থেকে ছেড়া ব্যাগ, বক্স এবং কিছু কাগজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন যৌথবাহিনী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সড়ক দূর্ঘটনায় ডোমারের আনসার সদস্যের মৃত্যু Previous post ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু
কুড়িগ্রামে উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার Next post কুড়িগ্রামে উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার