September 25, 2023
মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে

রংপুর জেলায় ১৪ ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যাহতি

Read Time:4 Minute, 41 Second

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও মর্যাদা ক্ষুণ্ণ করার অপরাধে মোট ১৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রলীগের ২ জন সহ-সভাপতিসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতা।

গতকাল রবিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার সময় রংপুর জেলা ছাত্রলীগের মিডিয়া সেল হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত , বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান, মোঃ ময়নুল ইসলাম শাকিল, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রায়হান সরকার, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান মানিক, ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহান মিয়া, গজঘণ্টা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আল মেহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান আবির, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা ও বড়বিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম। তাদের স্ব স্ব পদ হতে অব্যাহতি দেওয়ার পাশাপাশি স্থায়ী বহিষ্কারাদেশের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

এদিকে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এমন কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে স্ব স্ব পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ পাঠানো হয়েছে।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অপরাধ তুলে না ধরা হলেও নাম না প্রকাশের শর্তে ছাত্রলীগের এক নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং মন্তব্য করায় ১৩ জন এবং ১জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় তাদের অব্যাহতি দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। এদের মধ্যে ২ জন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আছেন।

তিনি আরও জানান, সংগঠন থেকে অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসগুলোর স্ক্রিনশটসহ বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে তা সংরক্ষণে রাখা হয়েছে। এছাড়া ছাত্রলীগের আর কোন কোন সদস্য ফেসবুকে পোস্ট করেছেন, তা নজরদারিতে রাখা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অভিযুক্ত ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ডোমারে ডেন্টাল কেয়ার হোমকে ৩০,০০০ টাকা জরিমানা Previous post কাউনিয়ায় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা
পীরগাছায় ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার Next post পীরগাছায় ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার