October 11, 2024
মিঠাপুকুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

মিঠাপুকুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

Read Time:3 Minute, 23 Second

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের ছড়ান হিন্দু পাড়া গ্রামের শ্রী নীশি চন্দ্র শীলের এক মাত্র ছেলে ” নিরব” গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার (০৭ জুন) রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বাজারে সেলুন ব্যবসায়ী “বাবা” শ্রী নীশি চন্দ্র শীলের ১৬ বছর বয়সী এক মাত্র ছেলে “নিরব” একই ইউনিয়নের ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার পিতা-মাতার শাসন করাকে কেন্দ্র করে, অভিমানে আনুমানিক রাত ৮টার দিকে তার নিজ শয়ন কক্ষে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

“নিরবের” ঘর দীর্ঘ সময় বন্ধ থাকায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে, কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের ছাদ বেয়ে নিরবের ঘরে তার মা প্রবেশ করে এবং ছেলেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তাৎক্ষণিক ঘরের দরজা খুলে দিয়ে কয়েকজন মিলে ঝুলন্ত “নিরবকে” মাটিতে নামায়। তাড়াতাড়ি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল(রমেক) এর দিকে রওনা দেয়। কিছু দূর গিয়ে রাস্তায় তারা বুঝতে পারে নিরব আর নেই, সে মারা গেছে।

আবারো গাড়ি ঘুরিয়ে মৃত নিরব’কে নিয়ে বাড়িতে চলে আসেন স্বজনরা। একমাত্র সান্তানের মৃত্যু শোকে বাবা-মা কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে গেছে। ছোট ভাই “নিরবের” মৃত্যু কোনমতেই মেনে নিতে পারছেনা একমাত্র বোনটি! ভাই এর মৃত্যুতে গলা ফাটিয়ে কান্না করতেছে বোনটি।চাচাতো কিংবা জেঠাতো ভাই-বোন সহ নিকট স্বজনরা যেন কোন মতে মেনে নিতে পারতেছেনা এমন মৃত্যু। গ্রামবাসী ও হতভম্ব হয়ে গেছে নিরবের মৃত্যুতে।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন জানান, তিনি মৃত্যুর বিষয়টি অবগত হয়েছেন। তিনি ঐ ওয়ার্ড এর মেম্বার ও গ্রামপুলিশকে ঘটনার স্থানে যাবার নির্দেশ দিয়েছেন।

এদিকে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন , বড়বালা ইউনিয়নের আত্মহত্যার বিষয়টি তিনি ইতিমধ্যে অবগত হয়েছেন। তবে এ বিষয়ে মিঠাপুকুর থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে দ্রতই বিষয়টি কি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

আরসিএন ২৪ বিডি / ৮ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সৈয়দপুরে ইজিবাইক ছিনতাই, চালকের মৃত্যু Previous post ঠাকুরগাঁওয়ে চোঁখে মুখে গুল ছিটিয়ে টাকা ছিনতাই
পীরগঞ্জে প্রতারক রেজওয়ানুল হক গ্রেফতার Next post পীরগঞ্জে প্রতারক রেজওয়ানুল হক গ্রেফতার