September 24, 2023
পীরগাছায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

পীরগাছায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

Read Time:2 Minute, 47 Second

রংপুর জেলার পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১টি টিভিএস মোটরসাইকেল জব্দ ২ জন মাদক কারবারি গ্রেফতার।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানাধীন নবুহাড়িয়ারঘাট এলাকায় মেসার্স টি,বি ব্রিকস ইট ভাটা সংলগ্ন মিজানুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এই সময় সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১টি টিভিএস মোটরসাইকেল জব্দ এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন রামখান গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ আয়নাল হক(৩০) এবং একই গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০)।

এই বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নবুহাড়িয়ারঘাট এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদক কারবারি অবস্থান নিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমার নির্দেশনায় এসআই মোঃ সামিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লেখিত স্থানে অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে। অভিযানকালে আলীবাবা থিমপার্কের দিক হতে আসা ১টি সন্দেহজনক মোটরসাইকেল তল্লাশি করে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ ইফতে খায়ের আলম স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক গাঁজা বিক্রি এবং কেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু Previous post পুকুর থেকে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার Next post আরপিএমপি’র অভিযানে হেরোইন উদ্ধারসহ ১৮ জন গ্রেফতার