March 23, 2023
নিরাপত্তা চেয়ে রংপুর মেডিকেলের বদলি হওয়া পরিচালকের আবেদন

নিরাপত্তা চেয়ে রংপুর মেডিকেলের বদলি হওয়া পরিচালকের আবেদন

Read Time:3 Minute, 11 Second

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ।

গত সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্য বদলি হওয়া পরিচালক শরীফুল হাসান নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন। রংপুর মহানগর পুলিশ কমিশনারের কাছে গতকাল বুধবার এ আবেদন করা হলেও আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

পরিচালককে অপসারণের জন্য গত সোমবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার আগেই হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে ওই পদ থেকে সরিয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে বদলি করা হয়।

সাদা কাগজে হাতে লেখা ও সই করা আবেদনে সাবেক পরিচালক শরীফুল হাসান উল্লেখ করেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সচল ও গতিশীল রাখার জন্য সঠিকভাবে বাজেট পেশ করা অত্যন্ত জরুরি। নতুবা আগামী অর্থবছরের বাজেটপ্রাপ্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বড় ধরনের নিয়মতান্ত্রিক ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাজেট উপস্থাপনের শেষ দিন বৃহস্পতিবার (আজ)। কাজটি করে যেতে না পারলে বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। এ ছাড়া বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে চিঠিতে তিনি উল্লেখ করেন।

এদিকে নতুন করে হাসপাতালে এখনো পরিচালক পদে পদায়ন করা হয়নি। হাসপাতালের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোনো বিক্ষোভ কর্মসূচিও নেই। তবে আজ দুপুরে হাসপাতাল ভবনের সামনে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ ম আখতারুজ্জামান বলেন, ‘পরিচালক স্যারের বদলির আদেশ জারি করা হলেও নতুন করে পরিচালক এখনো পদায়ন করা হয়নি।’

রংপুর মহানগর পুলিশের কমিশনার নূরে আলম মিনা বলেন, যেহেতু তিনি (শরীফুল হাসান) সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সে জন্য তাঁর নিরাপত্তার বিষয়টি দেখতে পুলিশ প্রতিনিয়ত খোঁজখবর রাখছে।

আরসিএন ২৪ বিডি. কম / ২৬ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে জোড়া খুনের আসামী গ্রেফতার Previous post দিনাজপুরে জোড়া খুনের আসামী গ্রেফতার
কুড়িগ্রামে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে গৃহবধুর মৃত্যু Next post কুড়িগ্রামে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে গৃহবধুর মৃত্যু