বাঁশ দিয়ে লেন ভাগ, তবু রংপুর নগরীতে যানজটে দুর্ভোগ
রংপুর মহানগরীতে নিয়ন্ত্রণহীন অটোরিকশার দাপটে যানজটের তীব্রতা দ্রুতই বেড়েই চলেছে। পরিস্থিতি নিরসনে ট্রাফিক পুলিশের উদ্যাগে সম্প্রতি নগরীর কাচারি বাজার থেকে সিটি বাজার ও পায়রা চত্বর, জাহাজ কোম্পানি হয়ে জীবন বিমা মোড় পর্যন্ত সড়কে বাঁশ দিয়ে লেন ভাগ করা হয়েছে। তবে অধিকাংশ চালক তা না মেনে ইচ্ছেমতো লেন ব্যবহার করায় যানজট আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন নগরবাসী।
রংপুর সিটি করপোরেশন (রসিক) সূত্রে জানা যায়, রসিক থেকে ৮,০০০ ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু এখন নগরীতে অটোরিকশা ও রিকশা চলছে ২৫ থেকে ৩০,০০০ মতো। এর মধ্যেই পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকেও শত শত অটোরিকশা ঢুকছে। এতে নগরীর প্রাণকেন্দ্র কাচারি বাজার, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব এরিয়া, শাপলা চত্বর এবং ধাপ মেডিকেল মোড়সহ বিভিন্ন মোড়ে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে অবৈধ রিকশা চলাচল বন্ধে নীল রং করা হলেও যানজট রয়েছে আগের মতোই। এখন বাঁশ দিয়ে লেন ভাগ করা হলেও তা কাজে আসছে না। আর নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে পুরো নগরী জুড়ে দুর্ঘটনা বাড়ছে। অনেকেই আহত হচ্ছেন। পথচারীরা আতঙ্ক নিয়েই রাস্তা পারাপার হচ্ছেন।
নগরীর পায়রা চত্বরে কথা হয় পথচারী বাদল রহমান এবং মোঃ মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। তারা জানায়, রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এই শহরে বিভিন্ন অফিস-আদালত হয়েছে। মানুষজন বেড়েছে। সেই সঙ্গে যানবাহনও বেড়েছে। এতে প্রায় নগরীজুড়ে যানজট লেগেই থাকে। অনেক সময় দীর্ঘ সময় ধরে এই ভোগান্তি পোহাতে হয়। মাঝে মধ্যে অনেকেই দুর্ঘটনার শিকারও হন। তবে সম্প্রতি বাঁশ দিয়ে লেন ভাগ করা হলেও চালকরা তা মানছেন না।
রসিক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নগরীতে যানজট নিরসনে সিটি করপোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে রংপুরকে যানজটমুক্ত নগরী হিসাবে গড়ে তোলা যাবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, পুরো নগরীর যানজট নিরসনে তারা নানা উদ্যাগ নিয়েছেন। বাঁশ দিয়ে লেন ভাগ করা হয়েছে। এর আগে বৈধ অটো গাড়ি নীল রং করা হয়েছে। এখন নগরীজুড়ে যানজট কমেছে। সামনে আরও কমে আসবে।
আরোও খবর পড়ুন
কবর থেকে তোলা হলো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ
নিহত হওয়ার ৫৪ দিন পর তোলা হলো গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফল ব্যাবসায়ী...
সাঈদ হত্যা মামলায় রংপুর মেট্রো পুলিশের দুইজনকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে
আবু সাঈদ হত্যা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের দুইজন সদস্যকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (৯...
শ্বশুর বাড়িতে জামাইয়ের লাশ উদ্ধার
রংপুর নগরীর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকার পশ্চিম নীলকন্ঠ গ্রামে শ্বশুরবাড়ি থেকে জামাই মনোয়ার হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত...
রংপুরে শেখ হাসিনা ও শেখ রেহেনার নামে হত্যা মামলা
রংপুরের রাজা রামমোহন ক্লাবের সামনে ১৯ জুলাই পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় স্ত্রী মোছাঃ জিতু বেগম হত্যা...
আবু সাঈদ হত্যা : বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুইজন পুলিশ কর্মকর্তাকে...
রংপুর রেঞ্জের ডিআইজি অবসর নিলেন!
রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরদর্শক (ডিআইজি) মোঃ আব্দুল বাতেনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন...