September 8, 2024
গাইবান্ধায় ইটভাটায় অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

রংপুরে ডিএনএস স্যালাইন অবৈধভাবে মজুত রাখায় ২ ফার্মেসিকে জরিমানা

Read Time:2 Minute, 14 Second

রংপুরে ডিএনএস স্যালাইন অবৈধভাবে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২ টি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের মেডিকেল মোড় এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম।

সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার ফার্মেসিগুলো কৃত্রিম সংকট তৈরি করে ১০০ টাকার স্যালাইন প্রায় ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অবসর মেডিসিন কর্নারে বিপুল পরিমাণ ডিএনএস স্যালাইন জব্দ করে সংস্থাটি। পরে ফার্মেসিকে মোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে রিফাত মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে মজুত রাখা ডিএনএস স্যালাইন জব্দ ও ২,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২টি ফার্মাসি থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধও জব্দ করে সংস্থাটি।

সংস্থাটির বিভাগীয় উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম বলেন, অবসর ও রিফাত ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা জানান। পরবর্তীতে বেশি দাম দিলে স্যালাইন দেয়। এর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক স্যালাইন জব্দ ও জরিমানা করি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সরকারি চাকরিতে শূন্যপদ ৫ লাখ ৩৩৩৩ : জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন Previous post ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাশ
হিলিতে বিজিবি-বিএসএফ বৈঠক Next post হিলিতে বিজিবি-বিএসএফ বৈঠক