March 23, 2023
রংপুরে বেড়েছে গোখাদ্যর দাম

রংপুরে বেড়েছে গোখাদ্যর দাম

Read Time:3 Minute, 28 Second

রংপুরে বাড়ছে গোখাদ্যের দাম। এমন অবস্থায় পশুপালন করতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষক ও খামারিরা ।

বাড়তি দামের ধকল সামলাতে না পেরে অনেক ছোট ও মাঝারি খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুরের আট উপজেলায় গরুর মোট খামার রয়েছে ১ হাজার ৬৮৮টি। এছাড়া কৃষকের ঘরে গৃহপালিত প্রায় ১০ লাখ গরু আছে।

রংপুর জেলার বিভিন্ন হাট-বাজারের কয়েকজন গোখাদ্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গমের ভুসিতে ১০ টাকা, বুটের খোসায় ৮ টাকা, চালের খুদে ৪ টাকা, দানাদার ফিডে ৬ টাকা ও ধানের কুঁড়ায় ২ টাকা দাম বেড়েছে।

বর্তমানে প্রতি বস্তা ভুসি (৩৭ কেজি) ২ হাজার ২৫০ টাকা, বুটের খোসা (২৫ কেজি) ১ হাজার ৪৫০ টাকা, চালের খুদ (৫০ কেজি) ১ হাজার ৭০০ টাকা, দানাদার ফিড (২৫ কেজি) ১ হাজার ৩০০ টাকা ও ধানের কুঁড়া (৩৫ কেজি) ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বিশ্লেষণ করে দেখা গেছে, গত তিন বছরে প্রতি কেজি গমের ভুসিতে ২৮ টাকা, বুটের খোসায় ২০ টাকা, চালের খুদে ১৮ টাকা, দানাদার ফিডে ২০ টাকা ও ধানের কুঁড়ায় ৫ টাকা বেড়েছে।

পশুপালনকারীরা বলছেন, খড় ও ঘাসের পাশাপাশি গরু ও ছাগলকে এসব খাদ্য খাওয়ানো হয়। এগুলোর দাম দফায় দফা বৃদ্ধি পেলেও দুধের দাম বাড়ছে না। এমন অবস্থায় লোকসান দিয়ে অনেকেই খামার চালাচ্ছেন।

রংপুর নগরীর খাসবাগ এলাকায় ৮০টি গরু পালন করা খামারি শাহাদাত ইসলাম জানান, বছরে অন্তত তিন দফায় গোখাদ্যের দাম বাড়ে।

কিন্তু দুধের দাম দু-তিন বছরে একবার বাড়ে। নতুন বছরে ফের ফিড, ভুসি, বুটের খোসা ও খুদের দাম বেড়েছে। গাভীকে খড়ের পাশাপাশি এগুলো না খাওয়ালে শরীর ভালো থাকে না, দুধ কম হয়।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গোখাদ্যের দাম বাড়ায় ছোট ও মাঝারি খামারিরা বিপাকে রয়েছেন। তাদের আমরা দানাদার খাবারের বিকল্পের পরামর্শ দিচ্ছি। গাভীকে খড়ের পাশাপাশি কাঁচা ঘাস বেশি খাওয়াতে হবে। এছাড়া সমবায়ের ভিত্তিতে খামার গড়ার জন্য খামারিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি করলে খরচ কমবে, লাভ হবে।

আরসিএন ২৪ বিডি. কম / ২৭ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ Previous post সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে - আইনমন্ত্রী Next post সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে – আইনমন্ত্রী