September 13, 2024
রংপুর নগরীর সেনপাড়া থেকে ৮ বছরের মেয়ে নিঁখোঁজ

রংপুর নগরীর সেনপাড়া থেকে ৮ বছরের মেয়ে নিঁখোঁজ

Read Time:1 Minute, 2 Second

রংপুর নগরীর সেনপাড়া থেকে মিম নামে ৮ বছরের একটি মেয়ে হারিয়ে গেছে। এ বিষয়ে মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়রি সূত্রে জানাগেছে,রংপুর সদর থানার বৈকন্ঠপুর এলাকার শাহজাহান মিয়ার কন্যা মিম (৮) নগরীর সেনপাড়া এলাকার মোঃ আব্দুল হাকিম আজাদের বাড়িত থাকত।

রবিবার ( ১৫ মে ) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়।

এর পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মেয়েটির গায়ের রং শ্যামলা উচ্চতা আনুমানিক ৩ ফুট ৩ ইঞ্চি। এবিষয়ে মোঃ আব্দুল হাকিম আজাদ জিডি করেছেন।

আরসিএন ২৪ বিডি / ১৬ মে ২০২২

  • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৫৬১ জন। এই নিয়ে চলতি মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

    একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৫,০০৪ জন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ৫৬১ জন শনাক্ত হয়। এই নিয়ে দেশে গত ১ জানুয়ারি থেকে আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলে ১০৩ জন মানুষ। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৭,৮৪৫ জন।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৯২ জন ও বাকিরা ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭,৮৪৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫,৮৯৬ জন।

  • এক দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি হতে পাথর উত্তোলন শুরু হয়েছে

    দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে এক দিন কাজ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।

    গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) শ্রমিকেরা ৫ দফা দাবিতে খনির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান (জিটিসি) ওই দিন সকাল থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে।

    ঘটনার দিন রাতে দুইপক্ষের বৈঠকে সমঝোতার ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হলে পরদিন সাকাল থেকে আবারও উৎপাদন কাজ শুরু হয় ও শ্রমিকেরা কাজে যোগদান করে।

    জানা যায়, মধ্যপাড়া খনির উৎপাদন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের (জিটিসি) নিয়োগ করা খনিশ্রমিকের সংখ্যা ছিল সাড়ে ৮০০। শ্রমিকেরা বেশ কিছু দাবি নিয়ে কিছুদিন ধরে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিলেন। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ৫ দফা দাবিতে তাঁরা খনির মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

    এই সময় ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি খনিশ্রমিকদের মাসিক বেতন–ভাতা, উৎসব বোনাস ও ছুটি দিতে হবে। চুক্তির শর্ত মোতাবেক বার্ষিক শতাংশ হারে বেতন বৃদ্ধি ও পদোন্নতি করতে হবে। ছাঁটাই করা খনিশ্রমিকদের অনতিবিলম্বে নিঃশর্তভাবে নিয়োগ প্রদান করতে হবে এবং মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অজুহাতে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না। সরকার ঘোষিত ছুটি ও যান্ত্রিক ত্রুটি এবং জিটিসি কর্তৃপক্ষ ঘোষিত ছুটিতে বেতন-ভাতা কর্তন করা যাবে না। কোন শ্রমিককে ছাঁটাই করতে হলে ৩ মাসের বেতন প্রদান করতে হবে।

    এদিকে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে পাথর উত্তোলন কাজ বন্ধ করায় শ্রমিকদের মাঝে আরও উত্তেজনার সৃষ্টি হয় এবং জিটিসির প্রতি ক্ষোভ প্রকাশ করে আন্দোলন আরও জোরদার করে। তাঁরা সকাল থেকে খনির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

    এই ঘটনায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পেট্রো বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির কর্মকর্তারা এ নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠকে বসেন। একপর্যায়ে শ্রমিকদের দাবিগুলোর বিষয়ে খনি কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে দাবি মানার আশ্বাস দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরদিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে খনির উৎপাদনকাজ শুরু করা হয় এবং শ্রমিকেরা কাজে যোগদান করেন।

    এই বিষয়ে জানতে চাওয়া হলে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা চলে। এই কারণে উৎপাদনকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে বৈঠকে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। তাঁরাও এতে সম্মতি দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু করা হয়েছে। শ্রমিকেরা সকাল থেকে কাজে যোগদান করেছে।

  • ব্রহ্মপুত্রে নিখোঁজ ৪ জন শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

    কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদের শাখায় গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ নিখোঁজ ৪ জন শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে নিহতদের মরদেহ পাওয়া গেছে।

    উদ্ধারকৃতরা হলেন- ইউনিয়নের বাঘমারা গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (৭), অষ্টাশির চর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (৭), আহাদ আলীর আতিক হোসেন (৭)। আহাদ আলীর আর এক সন্তান আঁখি খাতুন (৯) এখনও নিখোঁজ রয়েছে।

    এর আগে, গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ছুটির পর ৫ জন শিশু ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামলে স্রোতের মধ্যে পড়ে। একজন পাড়ে উঠতে পারলেও ভেসে যায় ৪ জন। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জুয়েল ৪র্থ শ্রেণি ও বাকি ৩ জন ১ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

    কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, সকালে পৃথক এলাকা থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের চিলমারীতে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। এখনও একটি শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলমান।

  • গোবিন্দগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ার একটি বাঁশঝাড় থেক এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ১২ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) সকালে গ্রামবাসী অজ্ঞাতনামা মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়।

    স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা ওই যুবককে কে বা কারা রাতে হত্যার পর হাত-পা বাধা অবস্থায় ফেলে রাখে। নিহত যুবকের পরিচয় এখন পযন্ত জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করেছে।

    ঘটনাস্থান পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা ও বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মতিউর রহমান।

    বিষয়টি নিশ্চিত করেছে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ মতিউর রহমান জানায়, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লালমনিরহাটে বজ্রপাতে এক শিশু নিহত

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে মোছাঃ আনিছা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার সিন্দুনা গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ মনোয়ারুল ইসলামের মেয়ে স্থানীয় বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলামের ভাগ্নি।

    সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম বলেন, বৃষ্টি শুরু হওয়ায় আমার ভাগ্নি মোছাঃ আনিছা আক্তার বাড়ির পাশে উঠানে বৃষ্টিতে গোসল করছিল। এই সময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে ঘটনাস্থানেই আনিছার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাহিগঞ্জ থানা আ. লীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত Previous post মাহিগঞ্জ থানা আ. লীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার Next post মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার