December 13, 2024
সরকারি চাকরি করেও রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদে স্বাধীন

সরকারি চাকরি করেও রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদে স্বাধীন

Read Time:4 Minute, 6 Second

গঠনতন্ত্রের তোয়াক্কা না করে রংপুর মহানগর ছাত্রলীগের কমিটিতে পুরোনো পদ আঁকড়ে আছেন রংপুর মহানগর ছাত্রলীর সভাপতি শাফিয়ার রহমান স্বাধীন।

গঠনতন্ত্র অনুযায়ী, সরকারি চাকরি করলে কেউ ছাত্রলীগ করতে পারেন না।

অথচ রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিয়ার রহমান স্বাধীন চাকুরী করছেন বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে।

বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বিভাগের নব -নিয়োগপ্রাপ্ত ১৬৯ জন সহকারী স্টেশন মাস্টার এর মধ্যে পাংশা স্টেশনের অধীনে (ডিটিও পাকশী ) তে তার নিয়োগ হয়।

গেলো বছর ২০২২ এর ২৮ ডিসেম্বর এই ফলাফল ঘোষণা করা হয়।

সরকারি চাকরিতে যোগদান করার পরেও কিভাবে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদে আছেন শাফিউর রহমান স্বাধীন! এমন প্রশ্ন থেকেই যায়।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ২-এর (গ) ধারায় বলা হয়েছে, সরকারি চাকরিতে নিয়োগ পেলে কেউ আর ছাত্রলীগে থাকতে পারবে না।

এ বিষয়ে জানার জন্য ছাত্রলীর সভাপতি শাফিয়ার রহমান স্বাধীন কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে ২০১৫ সালে এক বছরের জন্য গঠন করা হয়েছিল কমিটি। এরপর ৭বছর পার হলেও হয়নি রংপুর মহানগর ছাত্রলীগ এর নতুন কমিটি।

মেয়াদোত্তীর্ণ কমিটির বেশিরভাগ নেতার ছাত্রত্ব নেই, আবার অনেকেই আছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদকের সাথে জড়িত। অনেকেই আবার বিয়ে করে অনেকে ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে। নেতৃত্ব নিয়ে অচলাবস্থায় নতুন ছাত্রদেরও আগ্রহ নেই রাজনীতিতে।

সংগঠন সূত্রে জানা গেছে, মহানগরের নেতারা প্রায় ৭বছর পার করলেও বেশ কয়েকটি ওয়ার্ড ও কলেজে কমিটি দিতে পারেননি। দীর্ঘদিন ক্ষমতায় থেকে বেপরোয়া হয়ে উঠেছেন অনেকে।
এছাড়াও জমি দখল, মারপিটসহ নিজ দলের নেতাদেরই ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন এর বিরুদ্ধে।

২০১৫ সালের ২০ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক বছরের জন্য মহানগর শাখার কমিটি গঠন করেন।

এ কমিটিতে শফিউর রহমান স্বাধীনকে সভাপতি ও শেখ আসিফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

২০১৬ সালের ৩০ মে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এরপর অনেক নেতা মামলার আসামি হয়েছেন। চাকরিতে যোগদান, অন্য সংগঠন বা অন্য জায়গায় চলে গেছেন অনেকে।

এ বিষয়ে নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর ছাত্রলীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটিতে রয়েছেন ৩৯ জন। এর মধ্যে অন্তত ২৫ জন বিবাহিত।

আরসিএন ২৪ বিডি. কম / ৩১ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১ জন নিহত Previous post জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১ জন নিহত
র‍্যাব ১৩'র হাতে প্রতারক গ্রেফতার Next post র‍্যাব ১৩’র হাতে প্রতারক গ্রেফতার