September 8, 2024
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

কুড়িগ্রামে রাস্তা পেরোবার সময় ট্রাকের চাপায় পল্লি চিকিৎসক নিহত

Read Time:1 Minute, 52 Second

কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৮) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হেনাইজের তল নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আব্দুল মতিন একটি অটোরিকশায় চেপে হেনাইজের তল নামক জায়গায় সরকারি বীজ ভান্ডারের কাছে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে স্থান ত্যাগ করে।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিফাতুল মাজদার জানান, ‘ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার কোন অভিযোগ দেবে না বলে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু Previous post গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু
পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার Next post পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার