November 9, 2024
তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী মৃত্যু

Read Time:2 Minute, 20 Second

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নজির হোসেন (৫৫) নামে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছেন। তিনি ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অফিস সহায়ক ছিলেন।

গতকাল শুক্রবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের মাথাঢুলার ছড়ারপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত নজির হোসেন উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। আহত মোটরসাইকেল চালক হলেন উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)।

জানা গেছে, ফুলবাড়ী থেকে অটোরিকশা যোগে ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নজির হোসেন। অটোরিকশাটি ছড়ারপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন এবং মোটরসাইকেল চালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন। জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোমায়রা খাতুন জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই নজির হোসেন মারা যায়।

ফুলবাড়ী থানার ওসি মোঃ নওয়াবুর রহমান বলেন, সড়কে একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে জামায়াত Previous post কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে জামায়াত
এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান Next post এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান