September 24, 2023
বির‌লে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Read Time:2 Minute, 14 Second

কুড়িগ্রাম জেলার রাজারহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মোঃ মনিরুজ্জামান পাভেল (৩১) ও মোঃ হোছেন আলী (৩৪)। পাভেল রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল যাওয়ার পথে এবং হোছেন আলী রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত পাভেলের বড়ভাই মোঃ ময়নুল ইসলাম পারভেজ ও স্বজন রোকন মিয়া। এ ঘটনায় মারজান (২৮) নামের আরেক আরোহী রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উলিপুর পৌর শহরের সরদারপাড়ার মৃত শের আলীর পুত্র পাভেলসহ তিন আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর যাচ্ছিলেন। বেপরোয়া গতির মোটরসাইকেলটি উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল হতে ছিটকে পড়েন তারা ৩ জন। এই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান এবং হোছেন আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান। হোছেন আলীর বাড়ি উলিপুর উপজেলার দলদলিয়া ও মারজান পৌরশহরের হায়াৎখাঁ এলাকার বাসিন্দা বলে জানা যায়।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে ৪০৮ বস্তা সার উদ্ধারসহ একজন আটক Previous post রংপুরে ৪০৮ বস্তা সার উদ্ধারসহ একজন আটক
রংপুরে মহানগরীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Next post মীরবাগ রেল সেতুর নীচের ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার