January 26, 2025
নীলফামারীতে ট্রাকের ধাক্কা এক নারী নিহত

কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

Read Time:2 Minute, 29 Second

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪ জন যাত্রী।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী মহাসড়কের ঘন্টিঘর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহীগঞ্জ চান্দনীয়া গ্রামের মোঃ আলীর স্ত্রী মোছাঃ মোমেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে মোছাঃ মুন্নী আক্তার (২৫)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যেই ঘন্টিঘর নামক স্থানে সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাক এই অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। মোছাঃ মোমেনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি মোঃ মুনিরুল ইসলাম জানান, দুর্ঘটনা পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা নথিভুক্ত করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
হত্যা মামলায় গ্রেফতার হলেন ভাইরাল শ্যামল Previous post হত্যা মামলায় গ্রেফতার হলেন ভাইরাল শ্যামল
তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস! Next post তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস!