October 12, 2024
দিনাজপুরে বাসের ধাক্কায় একজন নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Read Time:1 Minute, 40 Second

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোঃ আছাদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোঃ আছাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মণ্ডলের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। তবে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন ৩ জন। বাদিয়াখালীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ আরোহীরা ছিটকে পড়েন। তাতে মোটরসাইকেল চালক আছাদুল ঘটনাস্থানেই মারা যান। বাকি দুইজনকে স্থানীয়রা গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধায় বিলে ডুবে এক শিশুর মৃত্যু Previous post গাইবান্ধায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
উপদেষ্টাদেরকেও সম্পদের হিসাব দিতে হবে! Next post উপদেষ্টাদেরকেও সম্পদের হিসাব দিতে হবে!