December 8, 2023
রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় এক চিকিৎসকের মৃত্যু

Read Time:2 Minute, 0 Second

ঠাকুরগাঁওয় সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোঃ সোহরাব হোসেন (৪৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল সুগান দিঘি এলাকার সড়কের পাশ হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ সোহরাব হোসেন পশু চিকিৎসক। তিনি সদর পূর্ব বেগুনবাড়ী এলাকার মৃত মোঃ আমিনুল ইসলামের পুত্র।

স্থানীয় ও নিহতের স্বজনেরা জানায়, আজ দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও থেকে রওনা হন সোহরাব। পথে ২৯ মাইল এলাকা অতিক্রম করে সুগানদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই সময় তিনি ছিটকে সড়কে পাশে পড়ে ঘটনাস্থানেই মারা যান। তাঁকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন স্থানীরা। পরে পরিবারের লোকজনরা এসে লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই মোঃ মুসলিম উদ্দিন বলেন, বেপরোয়া গতির ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে ভাইয়ের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ভাইয়ার মাথা ও শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে যায়।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘ট্রাকের চাপায় এক পশু চিকিৎসকের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
এবার রংপুরে যোগ দিলেন এডিসি হারুন Previous post এবার রংপুরে যোগ দিলেন এডিসি হারুন
তিস্তায় নিখোঁজের ১৭ দিন পর মিলল লাশ Next post তিস্তায় নিখোঁজের ১৭ দিন পর মিলল লাশ