September 20, 2024
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় এক আনসার সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু সংখ্যা বেড়ে ৩ জন

Read Time:3 Minute, 15 Second

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত শাহ আলমের (১৪) মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খোঁচাবাড়ী এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গণেশ রায়।

নিহত শাহ আলম সদরের বাঁশঘেরা গ্রামের হামিদুর রহমানের ছেলে। এর আগে, এইদিন বিকেল সাড়ে ৪টার দিকে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুরে দুইজন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এতে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে মোঃ নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (২৬) নিহত হন।

খোঁচাবাড়ী এলাকার বাদল মিয়া বলেন, ‘নয়নের জানাজা শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টায় খবর পাই তার বন্ধু শাহ আলম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অল্প সময়ের ব্যবধানে দুইটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুখে-দুঃখে এই দুই বন্ধু পাশে থাকত সব সময়।’

বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, এই দুর্ঘটনায় তাঁর ইউনিয়নের সেন্টারপাড়া এলাকার মোস্তাফিজুর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, সদরের বেগুনবাড়ী-বড় খোঁচাবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঠাকুরগাঁও‌য়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন তরুণ নিহতঠাকুরগাঁও‌য়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন তরুণ নিহত।

এই ঘটনায় গুরুতর আহত ৩ টি মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। এই বিষয়ে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পীরগঞ্জে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু Previous post পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু
লালমনিরহাটের স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক Next post ভাতিজাদের সালামি দেওয়ায় অপরাধে স্বামীকে দায়ের কোপ, স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ