December 13, 2024
খানসামায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

Read Time:2 Minute, 44 Second

রংপুর জেলার তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন মোঃ মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পেশায় তিনি ধান ব্যবসায়ী। আহত ব্যক্তি হলেন মোটরসাইকেলের আরেক আরোহী ফারুক। দুর্ঘটনায় হতাহতের বিষয় নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের ধান ব্যবসায়ী মোঃ মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ৯টার দিকে ব্রাদার্স হিমাগারে কাছাকাছি পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে ঘটনাস্থানেই মারা যান ধান ব্যবসায়ী মোঃ মাজেদুল ইসলাম। এই সময় গুরুতর আহত হয় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ী গ্রামের ফারুক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায় চালক।

ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ ব্রাদার্স হিমাগারের পাশে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ব্যবসায়ী মাজেদুল মারা গেছেন ও আরেক আরোহী ফারুক আহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধা থেকে উধাও হওয়া হানিফ বাস হিলি থেকে উদ্ধার Previous post গাইবান্ধা থেকে উধাও হওয়া হানিফ বাস হিলি থেকে উদ্ধার
জামায়াত ক্ষমতায় এলে জনগণের সব দাবি পূরণ হবে: শফিকুর রহমান Next post জামায়াত ক্ষমতায় এলে জনগণের সব দাবি পূরণ হবে: শফিকুর রহমান