September 22, 2023
রাজারহাটে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

তেঁতুলিয়াতে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Read Time:2 Minute, 8 Second

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ঈসা মিয়া ওরফে বাদল মাস্টার (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া জেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মধ্য আজিজনগর এলাকায় মহাসড়কের পাশে পকেট রাস্তায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত বাদল মাস্টার আজিজনগর এলাকার মমতাজ আলীর পুত্র।

জানা যায়, বাদল মাস্টার নামে ওই বৃদ্ধ আজিজনগর বাজার হতে পকেট সড়কে সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এই সময় মধ্য আজিজনগর এলাকায় মহাসড়কের কাছে গিয়ে সাইকেল থেকে নেমে পায়ে হেটে মহাসড়কে উঠতে যায়। এসময় তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানার পুত্র শ্রাবণ কালান্দিগঞ্জ বাজার থেকে প্রাইভেটকার নিয়ে বাংলাবান্ধার দিকে দ্রুতগতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে মোশারফ মাস্টারের আম ও আনারস বাগানে পড়ে যায়। ঘটনার পরেই স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরেই প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে। বর্তমানে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু Previous post
মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে Next post মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে