September 24, 2023
অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত

Read Time:2 Minute, 39 Second

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও ৪ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটনা।

নিহতরা হলেন- মোঃ আব্দুর রহমান (৫৬)। তিনি বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের বড় বাইলশিরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। অপরজন শিশু মোঃ সিয়াম মিয়া (৪)। সে বিরামপুর পৌর শহরের দোশরা পলাশবাড়ী মহল্লার সুলতান মিয়ার পুত্র।

আহতরা হলেন-বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বড় বাইলশিরা গ্রামের আকবর আলীর ছেলে ইজিবাইক চালক মোঃ কবির হোসেন (৪০), কবির হোসেনের স্ত্রী মোছাঃ ফাতেমা (৩২), তার মেয়ে শিশু মোছাঃ আয়শা সিদ্দিকা (১০ মাস) এবং একই গ্রামের মৃত কেরামতের পুত্র মোঃ আব্দুল মতিন (৫৫)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে যাত্রীবাহী ইজিবাইকের সাথে দিনাজপুরগামী ১টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আব্দুর রহমান ঘটনাস্থানে মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর যাওয়ার সময় পথেই শিশু মোঃ সিয়াম মারা যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু Previous post সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু Next post পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু