September 22, 2023
বির‌লে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু

Read Time:3 Minute, 53 Second

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আজ শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর ১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরামহীনপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার প্রায় ২ ঘন্টা পর পিকআপটির চালক এবং চালক সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। পুলিশ হেফাজতে নেয়া হয়েছে দুর্ঘটনায় পতিত পিকআপ এবং মোটরসাইকেলটি।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার হঠাৎপাড়া গ্রামের আফতাব উদ্দিনের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (৪৩) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গণকপাড়া গ্রামের মহির মন্ডলের পুত্র মো খালেদুল ইসলাম (৩৪)।

আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সমসপুর গ্রামের আসমত আলী মন্ডলের পুত্র পিকআপ চালক মোঃ সুমন মিয়া (৩২) এবং একই জেলার গোয়ালন্দ থানার তেনাপচা গ্রামের মৃত কোরবান আলী শেখের পুত্র পিকআপের হেলপার মোঃ আমিরুল ইসলাম (৪৫)।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুরে রাণীগঞ্জ বাজার হতে একটি মোটরসাইকেল যোগে মোঃ আশরাফুল ইসলাম (৪৩) ও মোঃ খালেদুল ইসলাম (৩৪) ২ জন যুবক ঘোড়াঘাটের দিকে যাচ্ছিল। এক সময় ১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯১৫০৮) গোবিন্দগঞ্জ হতে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পিকআপটি গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানেই গুরুতর রক্তাক্ত হয় মোটরসাইকেলে থাকা ২ জন আরোহী।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আহত মোঃ আশরাফুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন। দুপুর ২ টায় গুরুতর আহত মোঃ খালেদুল ইসলামও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত আশরাফুলের বাবা আফতাব উদ্দিন জানান, দুপুরে আমি বাড়িতে খাবার খাচ্ছিলাম। একজন মোবাইল করে বললো আমার ছেলে মারা গেছে। তারা ২ জন কেন রাণীগঞ্জে গিয়েছিলো তা আমি জানি না।

প্রত্যক্ষদর্শী ১জন বলেন, আমরা নামাজের জন্য যাচ্ছিলাম। হঠাৎ জোরে শব্দ হলো। এরপর দেখি ১টি মোটরসাইকেল ও ২ জন রাস্তায় পড়ে আছে। রক্তক্ষরণ হচ্ছে। মোটরসাইকেলটি ভুল সাইড দিয়ে যাচ্ছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এই ঘটনায় ১টি মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পিকআপের চালক এবং হেলপার ঘটনার পরপরেই আত্মগোপনে চলে গিয়েছিল। পরে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু Previous post লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একজনের মৃত্যু
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার Next post আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩৩ জন গ্রেফতার