June 2, 2023
দিনাজপুরে বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের সংঘর্ষ

দিনাজপুরে বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের সংঘর্ষ

Read Time:1 Minute, 45 Second

দিনাজপুর সদরে বিআরটিসি বাসের সাথে পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শামসুর রহমানের ছেলে সোহান (২৫), চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাতনালা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৩০) ও লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৮)। তারা সবাই পিকআপের চালক ও সহকারী বলে জানা গিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সৈয়দপুরমুখী ১ টি বিআরটিসি বাসের সঙ্গে পণ্য বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তার ওপরে থাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ তানজিল বলেন, ‘এই ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। তবে কেউই গুরুতর আহত হ্য নি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রাষ্ট্রপতি এরশাদ Previous post প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হল
ব্রয়লারের দাম কমেছে তবে চাহিদা কম Next post শঙ্কায় নিম্ন আয়ের মানুষ রমজানে খাওয়া হবে না মুরগি