October 13, 2024
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Read Time:1 Minute, 48 Second

নীলফামারী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক।

আজ বুধবার (২০ মার্চ) সকালে শহরের জোরদরগা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই সময় হালকা বৃষ্টি হচ্ছিল।

নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামাণিকের ছেলে ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী (৩৬) এবং সৈয়দপুর বাঙালিপুর নিজপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক আবু তাহের (৫২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে একটি অটোরিকশা সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর হতে নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে শহরের জোরদরগা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থানে নুর আলম ও আবু তাহের মারা যান। এই সময় গুরুতর আহত হন চালক। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি Previous post রংপুরে এখন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’
গঙ্গাচড়ায় হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার Next post গঙ্গাচড়ায় হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার