পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা, আহত ৫ জন
রংপুর জেলার গঙ্গাচড়ায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সামনে ও পেছনে থাকা দুই ইজিবাইকের ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন পুলিশের গাড়ি চালক মোক্তারুল রাশেদ (২৭), ইজিবাইক চালক মোঃ মোকলেছুর রহমান (২৫) ও মোঃ আজহারুল ইসলাম (৪৫) এবং দুই যাত্রী মোছাঃ লুতফা বেগম (৬২) ও বর্ষা রহমান (২৩)।
তাদের একজনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। আহত এক ইজিবাইক চালক ও যাত্রীদের বাড়ি রংপুর নগরীর খটখটিয়া এলাকায় এবং অপর চালকের বাড়ি গঙ্গাচড়ার ভুটকা এলাকায়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে রংপুর থেকে পুলিশের একটি গাড়ি গঙ্গাচড়া বাজারের দিকে যাচ্ছিল। এই সময় গঙ্গাচড়া সরকারি কলেজের মোড়ে অদূরে যাত্রী ছাউনির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে। এ সময় সামনে ও পেছনে থাকা দুইটি ইজিবাইকে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে দুই যাত্রীসহ ৩ চালক আহত হন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ইজিবাইক চালক মোঃ আজহারুল ইসলাম বলেন, আমার অটোটির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। এই সময় আমি অটোটি রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখছিলাম। এমন অবস্থায় পুলিশের গাড়িটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। পেছনে যে কি হইলো আমি আর কিছু বলতে পারি না।
গঙ্গাচড়া ফায়ার স্টেশন মাস্টার মোঃ মমতাজুল ইসলাম বলেন, খবর শোনা মাত্রই আমার ঘটনাস্থানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোছাঃ শ্যামলী আক্তার বলেন, আহতদের মধ্যে ৪ জন এখানে চিকিৎসাধীন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য রমেকে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থানে লোক পাঠানো হয়। আহতদের উদ্ধার করা হয়েছে।
আরোও খবর পড়ুন
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু
গাইবান্ধা জেলার সাঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মোছাঃ...
পীরগাছায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রংপুর জেলার পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) উপজেলার চৌধুরাণী-কান্দি...
বেরোবিতে প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যান করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী-লীগ সমর্থিত দুইজন শিক্ষককে সম্মাননা দেওয়ায় প্রধান অতিথির সম্মাননা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য...
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। আজ শনিবার (১২ অক্টোবর)...
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোঃ মজিবর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...
রংপুরে প্রতারক চক্রের দুইজন সদস্য আটক
রংপুরে প্রতারক চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে শাহ আলম, এশাহকের...