September 13, 2024
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৯ জন আহত

Read Time:2 Minute, 41 Second

রংপুর সদরে যাত্রীবাহী একটি বাসের সাথে আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রাক চালকসহ মোট ৯ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে সদর উপজেলার পাগলাপীরে রংপুর-ডালিয়া সড়ক সংলগ্ন পাঠানপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-ডালিয়া আঞ্চলিক সড়কের পাঠানপাড়া। এলাকায় মাহি নামের একটি যাত্রীবাহী বাসের সাথে আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীসহ অন্তত মোট ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন— মোঃ রেজাউল ইসলাম (৪৮), চয়ন (২৪), মোঃ সোহেল রানা (২৮), মোঃ দুলাল মিয়া (৩২), মুরাদ (২৪), সন্তোষ (৪৫), আবু তালেব (৪০), মনাতোষ (৪৫) এবং মোছাঃ লাভলী বেগম (২৫)।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে আগে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। উদ্ধার অভিযানের পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করার অভিযোগ Previous post উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করার অভিযোগ
আবারও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ট্রাক Next post আবারও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ট্রাক