রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৯ জন আহত
রংপুর সদরে যাত্রীবাহী একটি বাসের সাথে আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রাক চালকসহ মোট ৯ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে সদর উপজেলার পাগলাপীরে রংপুর-ডালিয়া সড়ক সংলগ্ন পাঠানপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-ডালিয়া আঞ্চলিক সড়কের পাঠানপাড়া। এলাকায় মাহি নামের একটি যাত্রীবাহী বাসের সাথে আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীসহ অন্তত মোট ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন— মোঃ রেজাউল ইসলাম (৪৮), চয়ন (২৪), মোঃ সোহেল রানা (২৮), মোঃ দুলাল মিয়া (৩২), মুরাদ (২৪), সন্তোষ (৪৫), আবু তালেব (৪০), মনাতোষ (৪৫) এবং মোছাঃ লাভলী বেগম (২৫)।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে আগে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। উদ্ধার অভিযানের পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরোও খবর পড়ুন
বিরলে সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যু
দিনাজপুর জেলার বিরলে ট্রাক্টর চাপায় হুসেন আলী নামে এক ইটভাটার ম্যানেজারের মৃত্যু হয়েছে। নিহত হুসেন আলী (২৭) বিরল উপজেলার ভান্ডারা...
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
বাবার সাথে মোটরসাইকেলে করে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির মোছাঃ আয়শা আক্তার নামে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু...
কবর থেকে তোলা হলো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ
নিহত হওয়ার ৫৪ দিন পর তোলা হলো গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফল ব্যাবসায়ী...
মিঠাপুকুরে এক যুবককে গলা কেটে হত্যা
রংপুর জেলার মিঠাপুকুরে মোঃ মোক্তারুল ইসলাম ভোদল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর)...
আবু সাঈদ হত্যা মামলায় দুইজন পুলিশ সদস্যকে ৪ দিনের রিমান্ড
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুইজন পুলিশ...
গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক পদায়ন
গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধায় ও...