September 8, 2024
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাই-শ্বশুরের মৃত্যু

রংপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

Read Time:2 Minute, 8 Second

রংপুর জেলার তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। নিহত বৃদ্ধার নাম সন্ধ্যা রানী। উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামের তার বাড়ি।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টায় নিজ বাড়ি থেকে রিকশাভ্যান যোগে দুই নাতনীকে নিয়ে সন্ধ্যা রানী তারাগঞ্জ বাজারে নাতনীদের নতুন গরমের জামা কেনার উদ্দেশ্যেই বের হয়। রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে রিকশাভ্যানটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস তাদের রিকশাভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থানে মারা যায় সন্ধ্যা রানী। এই সময় শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪), রিকশাভ্যান চালক ডালিম রায় গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান মোঃ শরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। মাইক্রোবাসটি তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাভ্যান ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে আছে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
এলপি গ্যাসের দাম আবারও বেড়েছে Previous post এলপি গ্যাসের দাম আবারও বেড়েছে
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক Next post সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক