November 9, 2024
বিরলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

Read Time:2 Minute, 22 Second

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে ফুপুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

নিহত উষা আক্তার (৬) উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগোর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলী ও শিউলি বেগম দম্পত্তির একমাত্র কন্যা। দুই ভাই বোনের মধ্যে সবার ছোট উষা। সে স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (২২ আগষ্ট ) বিকাল বেলা নিহত উষা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে নিজ বাড়িতে ফেরার সময় গোগর বাজারের ঈদগাঁহ এলাকায় পৌঁছালে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাণীশংকৈল থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। এতে উষা গুরুতর আহত হয়।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে উষাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার্ড করেন।

এম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার পথিমধ্যেই সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উষার মৃত্যু খবরটি নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নানক ও পাপনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে Previous post নানক ও পাপনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে
তিস্তার ৪৪ টি গেট খুলে দেওয়া হয়েছে Next post তিস্তার পানি বিপৎসীমার নিচে তাই বন্যার শঙ্কা নেই