রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,শুক্রবার রাত ১২টার দিকে মিঠাপুকুরের জায়গীর হাট বাসস্টান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।। এতে ঘটনাস্থলে একজন সাইকেল চালক ও আরেকজন ভ্যানযাত্রী নিহত হন। বাকী চার ভ্যানযাত্রী আহত হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী দুলাল মিয়া (২৮) এবং একই এলাকার আবু বক্করের ছেলে রোকন (২৩)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ বিশ্বাস বলেন, মধ্য রাতে উল্টো দিক থেকে সাইকেল চালকসহ ভ্যানযাত্রীদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতদের মেডিকেলে পাঠায়।
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৫ এপ্রিল ২০২০
অনলাইন আপডেট :