ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলামের মৃত্যু হয়েছে।
২২ মে শুক্রবার রাত সাড়ে ১০ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ১৭ মে মোরশেদুল ইসলামসহ পরিবারের ৬ জন সদস্যের কোভিড-১৯ পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শরীরের অবস্থার অবনতি হলে তিনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: আব্দুর রব বলেন, মোরশেদুল ইসলামের হার্টে আগে থেকেই রিংপরানো ছিল এবং গতকাল সন্ধ্যায় তাঁর কার্ডিয়াক অ্যাটাকও হয়েছিল।
মোরশেদুল ইসলামের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রূপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৩ মে ২০২০
অনলাইন আপডেট : ৩ :১৫ পিএম