আজ দেখুন এফএ কাপ ফাইনাল
আজ টিভিতে যে সময় আইপিএল ও এফএ কাপ ফাইনাল খেলা দেখবেন।
ফুটবল
এফএ কাপ ফাইনাল
চেলসি-লিভারপুল
রাত ৯.৪৫ মিনিট
সরাসরি, সনি টেন ২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)
কলকাতা-হায়দরাবাদ
রাত ৮ টা
সরাসরি, টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১
ফেয়ারব্রেক টি-টোয়েন্টি
ফ্যালকন-স্পিরিট
সন্ধ্যা ৬ টা
বার্মি আর্মি-টর্নেডোস
রাত ১০ টা
সরাসরি, টি স্পোর্টস
আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২
- র্যাবের হাতে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রংপুর জেলার গঙ্গাচড়ায় সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গত শুক্রবার (১ নভেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গত শনিবার (২ নভেম্বর) রাত ১১টায় নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩-এর মিডিয়া উইং কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
গ্রেপ্তারকৃত স্বাধীন গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মোঃ আনারুল মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ জানায়, ঘটনাস্থান পরিদর্শন করে সিয়ামের লাশের পাশে আকাশি রঙের রক্তাক্ত গেঞ্জি ও উদ্ধারকৃত আলামত এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, ঘটনার রাতে আসামি স্বাধীনকে খালি গায়ে রক্তাক্ত অবস্থায় সিয়ামের বাসার পাশে দেখা গেছে। সিয়ামের লাশের পাশ থেকে উদ্ধার করা রক্তাক্ত গেঞ্জির প্রকৃত মালিক খুঁজতে গিয়ে জানা যায়, উক্ত গেঞ্জিটি স্বাধীনের। উদ্ধারকৃত আলামত ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি ক্যাম্প কর্তৃক তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ও গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া থানাধীন খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে।
ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্টধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট
উল্লেখ্য, গত রবিবার আনুমানিক রাত ৯টার পর থেকে সিয়াম নিখোঁজ হয়। পরদিন সোমবার (২৮ অক্টোবর) সকালে লালচাঁদপুর নয়াপাড়া এলাকায় তিস্তা ব্যারেজ প্রকল্পের স্লুইজ গেটের পাশের ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। এই ঘটনায় সিয়ামের বাবা আলতাফ হোসেন গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। - তারাগঞ্জে বাস চাপায় এক রিকশাচালকের মৃত্যু
রংপুর জেলার তারাগঞ্জে বাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ নভেম্বর) বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বামনদীঘি বাসস্ট্যান্ডে বাস চাপায় রেজাউল করিম নামের এক রিকশাচালক মারা গেছেন। বাস জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বেলা ১১টার দিকে ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডে রেজাউল করিম রিকশা নিয়ে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মোন্না পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়ক ছিটকে পড়লে মাথা ও পা গাড়ির চাকায় পিষ্ট হয়ে রেজাউল মারা যান। স্থানীয় জনতা বাস আটক করে পুলিশে দেয়।
- রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন!
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এই ঘোষণা দেয়া হয়।
আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলনে বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেয়া না হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।
বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।
গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছে।
এটি উল্লেখ করে ডা. মন্ডল জানান, “যদি এখন শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন গ্রাহ্য না করে এবং ওই অনাকাঙ্খিত অর্ডারটি বাতিল করা না হয় তবে কঠোর কর্মসূচি পালন করা হবে।”
আন্দোলনকারীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর ডা. মাহফুজার রহমান দীর্ঘ ৫ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন।
তাদের অভিযোগ আন্দোলনে নিহত আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন ডা. রহমান।
একই সঙ্গে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষকও সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান।
- পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা
পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
গত শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় এই মামলাটি দায়ের করেন শাহীন আলম আশিক নামে এক ব্যক্তি। মামলার বাদী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাসুদ পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবং আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহ্বানে পঞ্চগড়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে আহত হয় মামলারা বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন।
মামলার বাদী শাহীন আলম আশিক জানান, ১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায়বিচার পাইনি। কথা বলারইতো স্বাধীনতা ছিল না, বিচার পাবো কীভাবে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আশা করি এবার সুষ্ঠু বিচার পাবো।
- ভূরুঙ্গামারীতে মাদকসহ একজন আটক
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে বিশেষ অভিযানে সেনাবাহিনী ও ভুরুঙ্গামারী থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন আসামিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ৩:৪৫ ঘটিকায় দক্ষিন সিংঝার এলাকায় মোঃ জহুরুল ইসলাম (৪০) নামে একজনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জহুরুলের পিতার নাম মৃত আবুল কাশেম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে তার কাছ থেকে ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ), ১০(ক), ও ১৯(ক) ধারায় মামলা (মামলা নম্বর ২, তারিখ: ০২.১১.২০২৪) রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় অবস্থানের উদাহরণ।
Average Rating