April 13, 2024
এবার শাস্তি পেলেন মানে

এবার শাস্তি পেলেন মানে

Read Time:1 Minute, 44 Second

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর বায়ার্ন মিউনিখের ড্রেসিংরুমে সতীর্থ লেরয় সানের মুখে ঘুষি মারেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। সেই ঘটনার জন্য এবার শাস্তি পেয়েছেন সেনেগালের এই ফরোয়ার্ড। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এক বিবৃতিতে বায়ার্ন বলেন, খারাপ আচরণ করায় আগামীকাল শনিবার লিগ ম্যাচে ঘরের মাঠে হফেনহাইমের বিপক্ষে স্কোয়াডে থাকবেন না সাদিও মানে। পাশাপাশি জরিমানাও গুণতে হবে সাবেক এই লিভারপুল স্টারকে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ এ হারার পর ম্যাচের শেষদিকে দেখা যায় মানে ও সানে তর্ক করছে। সেই সমস্যা চলে যায় ড্রেসিংরুম পযন্ত।

এরপর বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির প্রতিবেদনে হতে জানা যায়, তর্কাতর্কির একটি পর্যায়ে সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। তার ফলে সানের ঠোঁট কেটে রক্ত ঝরতে দেখা যায়।

এই ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন সাদিও মানে। তবে উল্টে সানেকে আঘাত করায় শাস্তি পেতে যাচ্ছে মানে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু Previous post দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
আরও ৫ দিন তাপপ্রবাহ চলবে Next post বৈশাখের শুরুতে তীব্র তাপপ্রবাহ চলছে