September 8, 2024
নারী টি২০ বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নারী টি২০ বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Read Time:2 Minute, 54 Second

‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ’ নিয়ে আশার বাণী শুনিয়েছে অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানিয়েছে, ‘বাংলাদেশেই হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।’ সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকে তৎপরতা শুরু করেছি। আশা করছি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এই রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছে আমাদের সঙ্গে।’

তিনি বলেন, ‘আমি সচিবদের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নিব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগেই অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারবো। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।’

উল্লেখ্য, গত মে মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপ। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। কয়েক দিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানরা বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ১০ দলের টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর ও ফাইনাল ২৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো বিশ্বকাপ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ Previous post অর্থনীতির গতি বাড়ানোসহ জীবন-জীবিকার জন্য চেষ্টা করবো : সালেহ উদ্দিন আহমেদ
কুড়িগ্রামের ১১ টি থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু Next post কুড়িগ্রামের ১১ টি থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু