
পাকিস্তান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে
ভারত বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ। এর মধ্যে আইসিসি জানিয়েছে, আগামী অক্টোবর মাসের ৫ তারিখ থেকে শুরু হয়ে নভেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত বিশ্বকাপ চলতে পারে।
এর মধ্যে এবারের আসরে কারা চ্যাম্পিয়ন হতে পারে, সেই জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের জানান তার কথা, নিজেদের মাঠে এবার ফেভারিট হিসেবেই নামবে ভারত। তবে পাকিস্তানই শিরোপা জিতবে বলে মন্তব্য এই বাঁ-হাতি কিংবদন্তি পেসারের।
দেশটির একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়াসিম আকরাম। সেখানে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে আকরাম বলেন, ‘আমি এইবার পাকিস্তানের পক্ষে বাজি ধরব। যদিও এবার ভারত এবং পাকিস্তান ২ দলই দারুণ। তবে আমাদের অধিনায়ক (বাবর আজম) গ্রেট ক্রিকেটাদের মধ্যে একজন এবং বিশ্বের মধ্যে আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলিং লাইনআপ আছে।’
পরে অবশ্য পাকিস্তানকে চ্যাম্পিয়ন ভাবার কারণও ব্যাখ্যা করেন তিনি বলেন, ‘শাহিন আফ্রিদি তো এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। ওর নেতৃত্বে পিএসএলে টানা ২ বার শিরোপা জিতেছে লাহোর। নাসিম শাহ, হারিস রউফ রাও ভাল করছে এখন। এছাড়াও মোহাম্মদ হাসনাইনের কথাও বলতে হয়। বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে। পাকিস্তানের পেস বোলিং আক্রমণ যেকোনো দলের জন্যই ত্রাসের কারণ হয়ে উঠতে পারে।’
‘সুলতান অব সুইং’-খ্যাত আকরাম খান বোলারদেরই পাকিস্তানের তুরুপের তাস ধরেছেন। অন্যদিকে, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে রেখেছেন নিজের দেশ ইংল্যান্ড কে। তবে ভারতের মাটিতে বিরাট কোহলি রা তাদের কন্ডিশন কাজে লাগিয়ে আগ্রাসী মনোভাবেই খেলবে বলে করেন মাইকেল ভন।
- রংপুরে বিএসটিআই’র অভিযান
- চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়
- র্যাব-১২ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একাধিক গাড়ি থাকলে বাড়তি কর দিতে হবে
- এলপিজির দাম কমল ১৬১ টাকা
মাইকেল ভন আরও বলছেন, ‘আমার মতে ভারতের মাটিতে হলেও বিশ্বকাপে ইংল্যান্ডই ফেভারিট হিসাবে খেলবে। গত ২০১৯ বিশ্বকাপের পর থেকে ইংলিশরা দল হিসেবে অন্যরকম। তাদের হাতে এখন ভালো মানের স্পিনও রয়েছে। এমনকি স্পিনারদের মোকাবিলা করার মতো ভালো ব্যাটারও আছে। পেস বোলিংয়ে আছে অনেক বৈচিত্রতা, ইনজুরি হতে ফেরা জোফরা আর্চার সেই শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া মার্ক উডের মতো দেড়শ গতির বোলার তো রয়েছে।’

আরোও খবর পড়ুন
চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়
চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর...
এলপিজির দাম কমল ১৬১ টাকা
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলপিজি দাম আবার কামানো হয়েছে। প্রতি ১২ KG সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১,০৭৪ টাকা নির্ধারণ করেছে...
বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুর জেলার বিরামপুরে পুকুরে ডুবে মোছাঃ নাসরিন আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বিরামপুর...
র্যাব-১৩’র অভিযানে অপহরণ মামলার আসামী গ্রেফতার
গত মঙ্গলবার ৩০ মে (১৭) বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ১ জন কিশোরীকে দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন স্থানীয় বিন্ন্যকুড়ি বাজার থেকে বাড়ি...
রাবির ভর্তি প্রক্সি দিতে এসে বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা (বিসিএস নন-ক্যাডার)।...
ধর্ষণের ভিডিও ধারণ করে একাধিকবার ধর্ষণ
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় একজন গৃহবধুকে ফাঁদে ফেলে ধর্ষন এবং ধর্ষনে ভিডিও ধারন করে ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিবার ধর্ষনের...