July 16, 2024
পেশাদার ক্রিকেটার থেকে এবার গরুর ব্যবসায়ী সাদমান!

পেশাদার ক্রিকেটার থেকে এবার গরুর ব্যবসায়ী সাদমান!

Read Time:1 Minute, 46 Second

আসছে কোরবানির ঈদ তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন কোরবানির পশুর খামারিরা।গরুর খামারিদের সময়টা কাটছে আরও বেশি ব্যস্ততার সাথে। কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার সাদমান ইসলামও। বাংলাদেশ টেস্ট দলের ওপেনারের নিজের গরুর খামার এখন বড় হচ্ছে ধীরে ধীরে।

রাজধানীর ডেমরার আমুলিয়ায় নিজ নামে এই গরুর খামার গড়ে তুলেছেন সাদমান হোসেন। খামারের নাম দিয়েছেন ‘সাদমান এগ্রো ফার্ম’। ব্যবসায় সঙ্গী হিসেবে পেয়েছেন বাবা ও ভাইকে। আসন্ন ঈদে ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি বিসিবির অনেক কমর্কতাই গরু কিনছেন সাদমানের কাছ থেকে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট খেলা সাদমান হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই নানাদের খামার করতে দেখতাম। তখন আমার নিজেরও আগ্রহ জাগে খামার করার। আমার বাবা আর ভাইয়েরও তেমনটাই ইচ্ছে ছিল। সেই থেকে ৩/৪ বছর ধরে খামার করছি। ধীরে ধীরে খামারটা বড় করছি।’

এদিকে সাদমানের খামারে থাকা গরুর সর্বনিম্ন মূল্য ৮৫,০০০ টাকা। এছাড়া সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে জামায়াতে তিন নেতাকর্মী আটক Previous post রংপুরে জামায়াতে তিন নেতাকর্মী আটক
গাইবান্ধায় পুকুরে মিলল শিশুর মরদেহ Next post নীলফামারীতে অ্যাম্বুলেন্সের চাপায় শিশুর মৃত্যু