January 27, 2023
বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

Read Time:2 Minute, 33 Second

এশিয়া কাপ জয়ের পর থেকে শ্রীলঙ্কা আর কোনো আনুষ্ঠানিক ম্যাচে মাঠে নামেনি। নামিবিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করছে এশিয়ান চ্যাম্পিয়নরা।

এদিন টসভাগ্য সঙ্গ দিয়েছে তাদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শ্রীলঙ্কার অধিনায়ক ফিল্ডিং নেওয়ার কারণ জানালেন। তার ভাষ্য, ‘এটি প্রথম ম্যাচ এবং আমরা উইকেটটা দেখতে চাই আগে। আমাদের ছেলেরা খুব আত্মবিশ্বাসী এবং নিজ নিজ ভূমিকা জানে।

এশিয়া কাপের মতোই আমাদের দলে ভারসাম্য আছে। দুর্ভাগ্যবশত দিলশান মাদুশাঙ্কা শেষ অনুশীলন সেশনে চোট পেয়েছে। দুষ্মন্ত চামিরা এবং প্রমোদ মাদুশান আমাদের একাদশে আছে আজ।’নামিবিয়া অধিনায়ক গেরহার্ড ইরাসমাসও জানালেন একই কথা। বললেন, ‘আমিও প্রথমে বোলিং করতেই পছন্দ করতাম। এটা তেমন একটা পার্থক্য গড়ে দেবে না। আমরা ভালো করতে চাই।

তিনটি মাত্র ম্যাচ, আপনাকে শুরু থেকেই নিজের সেরাটা দিতে হবে। কন্ডিশন আমাদের বোলিং আক্রমণের সাথে মানানসই, কিছু ধীরগতির এবং বাতাস কিছুটা সাহায্য করবে।’

নামিবিয়া একাদশ : ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।

শ্রীলঙ্কা একাদশ :পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্থ চামিরা, প্রামোদ মদুশান, মহীশ থিকশানা।

আরসিএন ২৪ বিডি. কম / ১৬ অক্টোবর ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০ Previous post ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
হ্যারি পটার সিনেমার হ্যাগ্রিড আর নেই Next post হ্যারি পটার সিনেমার হ্যাগ্রিড আর নেই