June 2, 2023
মুশফিকুর-রহীম

মুশফিকুর রহীমের দ্রুততম সেঞ্চুরি

Read Time:2 Minute, 40 Second

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ, যা ছিল ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় ওয়ানডেতে ফের রেকর্ড গড়ল বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম শতক হাঁকালেন মুশফিকুর রহীম।

৬০ বলে ১০০ করে অপরাজিত ছিলেন মুশি। এতোদিন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার। দ্রুততম শতক ছাড়াও আজ আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে ৭,০০০ রান পূরণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। ৩য় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭,০০০ ক্লাবে প্রবেশ করলেন তিনি। তাঁর আগে এই কীর্তি গড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

আজ টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ৪২ রানে অধিনায়ক তামিম ইকবাল রান আউট হন। ‘বার্থডে বয়’ তামিমের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ২৩ রান। অধিনায়কের বিদায়ের পর ২য় উইকেটে লিটন দাস ও শান্ত গড়েন ১০১ রানের জুটি। কুর্তিস ক্যাম্ফারের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ক্যাচ দেওয়ার আগে লিটন খেলেছেন ৭১ বলে ৭০ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৩টা করে ছক্কা ও চার।

৩য় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও সাকিব এনে দেন ৩৯ রান। আজ ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। ফিরেন ১৭ রান করে। শান্ত থামেন ক্যারিয়ারসেরা ৭৩ রান করে। অভিষেকে শতকবঞ্চিত হওয়া হৃদয় আজ ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন। মাত্র ৩৪ বলে ৪৯ রান করেছেন এই ডানহাতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ২,০০০ রান লিটনের
রাষ্ট্রপতি এরশাদ Next post প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হল