September 13, 2024
ম্যারাডোনার সঙ্গে ডি মারিয়ার তুলনা!

ম্যারাডোনার সঙ্গে ডি মারিয়ার তুলনা!

Read Time:2 Minute, 30 Second

১৯৮৪ সালে বিশ্বরেকর্ড ফি দিয়ে বার্সেলোনা থেকে ডিয়েগো ম্যারাডোনাকে দলে ভিড়িয়েছিল ইতালিয়ান সিরি আ ক্লাব নাপোলি।

দীর্ঘ সাত মৌসুম পার্ক দে প্রিন্সে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন ডি মারিয়া। গত মৌসুম শেষে পিএসজিকে বিদায় জানানো এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট। আগামী মৌসুমে কোন ক্লাব পাড়ি জমাবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি, তবে তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে জুভেন্টাস।

ডি মারিয়া পিএসজি ছাড়ার আগ থেকেই তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইতালিয়ান জায়ান্টরা। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, ডি মারিয়াকে এক বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে তারা।

দীর্ঘ সময় জুভেন্টাসের অধিনায়কত্ব করেছেন ক্লাব কিংবদন্তি বুফন। পিএসজিতে এক মৌসুম খেলেছেন ডি মারিয়ার সঙ্গেও।

গ্যাজেত্তা দেল্লো স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় সাবেক সতীর্থের জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে নিজের মত ব্যক্ত করে বুফন বলেন, ‘এখন ডি মারিয়ার সিরি আ’তে আসা হবে ম্যারাডোনার মতো।

আমি কি বুঝাতে পারছি? ফুটবলাররা কোথায় কোন প্রেক্ষাপটে খেলছে সেটার ওপর নির্ভর করে তাদের মূল্যায়ন করা উচিৎ। সিরি আ এখন টেকনিক্যালি খুব ভালো অবস্থায় নেই, আর ডি মারিয়া টেকনিকের দিক দিয়ে খুবই ভালো।’

‘গোলমুখে সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী, সহজেই প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল নিয়ে এগিয়ে যেতে পারে। গোল বানিয়ে দিতে পারে, পুরো মাঠ চষে বেড়ায়। এছাড়া দলে বিভিন্ন ভূমিকায় খেলতে পারে। এককথায়, সে একজন ফুটবলার।’

আরসিএন ২৪ বিডি / ২১ জুন ২০২২

About Post Author

editors

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাইক চালিয়ে বিশ্বভ্রমণ করছেন অজিত কুমার Previous post বাইক চালিয়ে বিশ্বভ্রমণ করছেন অজিত কুমার
শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেফতার Next post শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেফতার