প্রসিদ্ধ ঔষধ নির্মাতা ও বাজারজাত প্রতিষ্ঠান ‘ইনসেপটা’ রংপুর রেঞ্জার্সের স্পন্সর পার্টনার হয়েছে।
এখন থেকে ইনসেপ্টার স্বত্বাধীকারি এবং পরিচালক এনায়েত হোসেন সিরাজ দলটির পরিচালকের দায়িত্ব পেয়েছেন। ফলে রংপুর এখন আর বিসিবির প্রত্যক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার দল নয়।
এতোদিন রংপুর রেঞ্জার্সের পরিচালকের দায়িত্বে ছিলেন বিসিরি পরিচালক আকরাম খান। আর এখন এনায়েত হোসেন সিরাজ টিম ডিরেক্টর হয়েছেন তাই নিয়ম অনুযায়ী আকরাম আর পূর্ব পদে নেই।
এদিকে এনায়েত হোসেন সিরাজ পরিচালক হওয়ায় হতবাক হয়েছেন আকরাম খান।
তবে এ বিষয়ে কিছুই জানেন না আকরাম খান। বিসিবির এমন সিদ্ধান্তে অবাক তিনি নিজেই। তিনি বলেন, ‘আসলে বোর্ড যেহেতু একটি স্পন্সর পার্টনার পেয়েছে, তাই আসলে কিছু বলার নেই। করারও নেই। বোর্ড তার পয়েন্ট অফ ভিউ থেকে যা করার তাই করেছে।’
দীর্ঘদিন সুস্থ থাকতে টিপস গুলো মেনে চলুন\
বিপিএলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান শুরু
আরসিএন ২৪ বিডি /১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার