December 8, 2023
সৌদির কাছে আর্জেন্টিনার লজ্জাজনক হার

সৌদির কাছে আর্জেন্টিনার লজ্জাজনক হার

Read Time:3 Minute, 20 Second

খেলার প্রথমার্ধে অফসাইডে বাতিল হওয়া ৩ গোলের আফসোসে দ্বিতীয়ার্ধে পুড়তে হলো আর্জেন্টিনাকে।

গোটা ম্যাচে ৪ গোল করেও যে সৌদি আরবের বিপক্ষে জেতা হলো না মেসিদের। র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা এশিয়ান দেশটির কাছে অঘটনের শিকার হয়েছে র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা আর্জেন্টিনা। আর্জেন্টিনার কট্টর বিরোধীরাও হয়ত কল্পনা করেননি এমন অঘটনের।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনা। প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে। এই হারে শেষ হলো আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা।

২০০২ বিশ্বকাপেও তারকাবহুল দল নিয়ে বিশ্বকাপে গিয়েছিল ফর্মের তুঙ্গে থাকা আর্জেন্টিনা। সেবারও র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ছিল তারা। অথচ সেবার বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় গ্যাব্রিয়েল বাতিস্তুতা, ক্যানিজিয়াদের আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ফের উঁকি দিচ্ছে সে স্মৃতি।

লুসিয়ালে এদিন দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের জটলা ঠেলে মেসির কিক ফেরান গোলরক্ষক। ষষ্ঠ মিনিটে ডি পলকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রি কিক নেওয়ার সময় ডি-বক্সে আর্জেন্টিনার একজনকে ফেলে দেয় সৌদি আরবের ডিফেন্ডার। ভিএআর দেখে পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করেন মেসি।

সৌদি আরবের বিপক্ষে এই প্রথম গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রিন ফ্যালকনদের বিপক্ষে আগেও এক ম্যাচ খেললে সেবার গোল পাননি মেসি। দ্বিতীয় দেখায় গোল করে মেটালেন আক্ষেপ।

পঞ্চম বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি গোল করে স্মরণীয় করে রাখলেন মেসি। ২০০৬ বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করেছিলেন তিনি।

২০১০ বিশ্বকাপে কোন গোল করতে না পারলেও পরের বিশ্বকাপে ৪ গোল করে ফাইনালে তুলেছিলেন দলকে। ফাইনালে জার্মানির বিপক্ষে হারলেও সেরা খেলোয়াড় হিসেবে জিতেছিলেন গোল্ডেন বল।

আরসিএন ২৪ বিডি. কম /২২ নভেম্বর ২০২২

  • দিনাজপুরে জালিয়াতি চক্রের দুইজন গ্রেফতার

    নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানা পুলিশ।

    এই সময় তাদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ডিভাইস, হেডফোন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    দিনাজপুরে জালিয়াতি চক্রের দুইজন গ্রেফতার

    গতকাল বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

    তিনি জানান, গত বুধবার দিবাগত রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশমত প্রতা বটতলা এলাকা আমির আলীর ছেলে মোঃ সম্রাট মিয়া ও একই এলাকার মোবারক হোসাইনের ছেলে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আবুল কালাম আজাদ।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের সিঙ্গারমোড় এলাকা থেকে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়।

  • প্রধানমন্ত্রীর সাথে মসিউর রহমান রাঙ্গার বৈঠক নিয়ে গুঞ্জন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। কঠোর গোপনীয়তার সাথে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বেশি তথ্য দিতে রাজি হননি কোনো পক্ষই।

    গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা স্বীকার করেছেন মসিউর রহমান রাঙ্গা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, আর কোনো তথ্য দিতে রাজি হয়নি তিনি।

    ছবিতে মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসনিম জুঁইকেও দেখা যাচ্ছিল। তারা দাঁড়িয়ে পারিবারিক পরিবেশে ছবিতে তুলছেন। প্রধানমন্ত্রী মাঝে দাঁড়ানো আর দুই পাশে মসিউর রহমান রাঙ্গা এবং তার মেয়ে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন।

    মসিউর রহমান রাঙ্গা এমপি জাতীয় পার্টির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) থেকে। ২০০১, ২০১৪ এবং ২০১৮ সালে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের পর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত রাঙ্গার আরেকটি পরিচয় হলো তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি। ২০১৪ সাল থেকে বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন নস্যাৎ করতে তার সরব ভূমিকা লক্ষণীয়। বিশেষ করে হরতাল অবরোধে রাস্তায় যানবাহন নামাতে ব্যাপক ভূমিকা রাখেন। সরকার দলীয় নেতা খন্দকার এনায়েত উল্যাহ চেয়েও কখনও কখনও বেশি সরব দেখা গেছে তাকে। বিদায়ী সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যখন সংসদ বর্জনের আল্টিমেটাম দিয়েছিল, তখন রওশন এরশাদের সাথে সক্রিয় ভূমিকা পালন করেন।

    ২০১৮ সালের নির্বাচনী ডামাডোলের মধ্যেই তাকে জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব দেন হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনের পর কাউন্সিলেও মহাসচিব নির্বাচিত হন, তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে তাকে সরিয়ে দিয়েছেন জিএম কাদের।

    মসিউর রহমান রাঙ্গাসহ অনুসারীদের মনোনয়ন না দেওয়ায় নির্বাচন থেকে সরে গেছেন রওশন এরশাদ। তবে রওশনের ঘনিষ্ঠ রাঙ্গা, সাবেক এমপি জিয়াউল মৃধাসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করবেন।

    মসিউর রহমান রাঙ্গা যেদিন বৈঠক করেন একই দিনে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা। বিষয়টি কাকতালীয় নাকি কোন যোগসূত্র রয়েছে এই নিয়ে গুঞ্জন রয়েছে।

  • বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ জন আহত

    দিনাজপুর জেলার বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো ও পাগলুর যাত্রী এবং ট্রাক চালকসহ মোট ৬ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    আহতরা হলেন উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছাঃ ফরিদা বেগম (৩০), একই এলাকার কবিরাজহাটের বাসিন্দা মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সায়েদ মিয়া (২৮), মোঃ মোতাহার হোসেনের ছেলে মোঃ রাব্বি মিয়া (২০), ভোলানাথপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ রিমু আক্তার (১৭), সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের দুলু মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল জলিল (৫০) এবং ট্রাক চালক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ সফিয়ার রহমান (৪৫)। এদের মধ্যে মোঃ আব্দুল জলিলকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাচঁপীচ নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    পাঁচপীর মোড়ের ব্যবসায়ী ভাবকী গ্রামের বাসিন্দা মোঃ মনতাজ মিয়া জানান, সন্ধ্যা ৬ টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট হতে বীরগঞ্জগামী একটি ব্যাটারী চালিত অটো রিক্সা পাঁচপীর মোড়ে দাড়িয়ে যাত্রী নামায়। এই সময় বীরগঞ্জ থেকে কবিরাজহাটগামী একটি ইঞ্জিন চালিত পাগলু অটো রিক্সা অতিক্রম করার সময় পঞ্চগড়গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-১১৫০) পাগলুকে ধাক্কা দিলে পাগলু খাদে পড়ে যায়। পরে ট্রাকটি পালিয়ে যাবার সময় অটো রিক্সার উপর তুলে দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে আটকে যায় ট্রাকটি। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ মনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত ৬ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোঃ আব্দুল জলিল নামে এক জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। বাকী আহতদের আশংকা মুক্ত বলা যাবে না।

    বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সাব অফিসার মোঃ মসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হলেও এখন পর্যন্ত কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে একজনের মৃত্যু

    লালমনিরহাট জেলার কালীগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে মোঃ সোহাগ হোসেন (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা ৪ জন যাত্রীও গুরুত্বর আহত হয়েছে ।

    আহ বৃহস্পতিবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ সোহাগ হোসেন ওই উপজেলার তুষভান্ডার গ্রামের লৎফর রহমানের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রংপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হাতীবান্ধার উদ্দেশ্যে কাকিনা বাজার পার হয়ে আসেন। ওই সময় কবি শেখ ফজলল করিমের ফলকের এখানে আসলে সামনে থাকা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষে সিএনজি থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এই সময় মোঃ সোহাগ হোসেনসহ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সোহাগকে মৃত ঘোষণা করেন।

    কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় মহাসড়কের যানজটের সৃষ্টি হয়েছিল । পরে পুলিশ গিয়ে যান-চলাচল স্বাভাবিক করে।

  • লালমনিরহাটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে একজনের আত্মহত্যা

    লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে এক অন্তসত্ত্বা নারী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বড়খাতা অন্ধ হাফেজ সাহেবের মাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

    মোছাঃ আমেনা বেগম নামে ওই নারী পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। মোছাঃ আমেনা বেগম মধ্য গড্ডিমারী এলাকার মোঃ নুর ইসলামের কন্যা ও ডাকালীবান্ধা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে রেল লাইনের উপর ওই নারী বসে ছিল। বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেন আসা মাত্র ট্রেনের সামনে লাফিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করেন।

    স্থানীয় একটি সুত্র দাবী করেছেন, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করতে পারেন। তবে এ আত্মহত্যা নিয়ে মোছাঃ আমেনা বেগমের পরিবারে কেউ কথা বলতে রাজি হয়নি।

    হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ; ২০০ জনকে আসামী করে মামলা Previous post রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা
রংপুর মেট্রো পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ Next post রংপুর মেট্রো পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১