April 19, 2024
পাকিস্তান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে

পাকিস্তান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে

Read Time:3 Minute, 40 Second

ভারত বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ। এর মধ্যে আইসিসি জানিয়েছে, আগামী অক্টোবর মাসের ৫ তারিখ থেকে শুরু হয়ে নভেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত বিশ্বকাপ চলতে পারে।

এর মধ্যে এবারের আসরে কারা চ্যাম্পিয়ন হতে পারে, সেই জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের জানান তার কথা, নিজেদের মাঠে এবার ফেভারিট হিসেবেই নামবে ভারত। তবে পাকিস্তানই শিরোপা জিতবে বলে মন্তব্য এই বাঁ-হাতি কিংবদন্তি পেসারের।

দেশটির একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়াসিম আকরাম। সেখানে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে আকরাম বলেন, ‘আমি এইবার পাকিস্তানের পক্ষে বাজি ধরব। যদিও এবার ভারত এবং পাকিস্তান ২ দলই দারুণ। তবে আমাদের অধিনায়ক (বাবর আজম) গ্রেট ক্রিকেটাদের মধ্যে একজন এবং বিশ্বের মধ্যে আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলিং লাইনআপ আছে।’

পরে অবশ্য পাকিস্তানকে চ্যাম্পিয়ন ভাবার কারণও ব্যাখ্যা করেন তিনি বলেন, ‘শাহিন আফ্রিদি তো এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। ওর নেতৃত্বে পিএসএলে টানা ২ বার শিরোপা জিতেছে লাহোর। নাসিম শাহ, হারিস রউফ রাও ভাল করছে এখন। এছাড়াও মোহাম্মদ হাসনাইনের কথাও বলতে হয়। বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে। পাকিস্তানের পেস বোলিং আক্রমণ যেকোনো দলের জন্যই ত্রাসের কারণ হয়ে উঠতে পারে।’

‘সুলতান অব সুইং’-খ্যাত আকরাম খান বোলারদেরই পাকিস্তানের তুরুপের তাস ধরেছেন। অন্যদিকে, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে রেখেছেন নিজের দেশ ইংল্যান্ড কে। তবে ভারতের মাটিতে বিরাট কোহলি রা তাদের কন্ডিশন কাজে লাগিয়ে আগ্রাসী মনোভাবেই খেলবে বলে করেন মাইকেল ভন

মাইকেল ভন আরও বলছেন, ‌‌‘আমার মতে ভারতের মাটিতে হলেও বিশ্বকাপে ইংল্যান্ডই ফেভারিট হিসাবে খেলবে। গত ২০১৯ বিশ্বকাপের পর থেকে ইংলিশরা দল হিসেবে অন্যরকম। তাদের হাতে এখন ভালো মানের স্পিনও রয়েছে। এমনকি স্পিনারদের মোকাবিলা করার মতো ভালো ব্যাটারও আছে। পেস বোলিংয়ে আছে অনেক বৈচিত্রতা, ইনজুরি হতে ফেরা জোফরা আর্চার সেই শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া মার্ক উডের মতো দেড়শ গতির বোলার তো রয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বান্দরবানের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই! Previous post বান্দরবানের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই!
গাইবান্ধা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ​​​​​​​হল আজ Next post গাইবান্ধা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ​​​​​​​হল